চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

যাত্রার শুরুতেই ফ্লাইটের ইঞ্জিনে আগুন

ব্রাজিলীয় এয়ারলাইন ‘গোল লিনহাস এরিয়াস ইন্টেলিজেন্টেস’ এর একটি ফ্লাইট যাত্রা শুরু করলে রানওয়েতেই হঠাৎ করে ফ্লাইটের ইঞ্জিনে আগুন ধরে যায়। ফ্লাইটটি ব্রাজিলের রিও ডি জেনিরোর সান্তোস ডুমন্ট বিমানবন্দর থেকে পোর্তো আলেগ্রে যাওয়ার জন্য রওনা দিয়েছিল।

এনডিটিভি জানায়, প্রযুক্তিগত সমস্যার কারণে ইঞ্জিনে আগুন ধরে যায়। এই ঘটনায় যাত্রীদের কেউ হতাহত হয়নি। তবে এক ঘণ্টার জন্য রানওয়েটি বন্ধ ছিল।

গোল লিনহান জানায়, প্রযুক্তিগত সমস্যাটি সময়মতো শনাক্ত করা হয়েছিল এবং পাইলট ও ক্রুরা সঠিক সময়ে জরুরি প্রোটোকল অনুসরণ করেছিল।

তারা জানায়, গত ৪ মে ফ্লাইট ‘জি-থ্রী টু জিরো ফোর জিরো’ স্থানীয় সময় ৫ টা ২০ মিনিটে রিও ডি জেনিরো থেকে পোর্তো অ্যালেগ্রে রুটে যাত্রা শুরুর সাথে সাথে রানওয়েতে থাকাকালীন সময় ‘অপারেটিং ইঞ্জিন দুই’য়ে প্রযুক্তিগত ত্রুটি দেখা দেয়।

ঘটনার পর যাত্রীদের জন্য অন্য একটি ফ্লাইট ঠিক করা হয়েছিল।

এভিয়েশন অথরিটি ইনফ্রারোর একজন মুখপাত্র বলেছেন, এয়ারলাইন গোল এর একটি বিমানের ধ্বংসাবশেষ রানওয়েতে থাকার কারণে ৪ মে বিকেল ৫ টা ২৭ মিনিট থেকে ৬ টা ২৬ মিনিট পর্যন্ত সান্তোস ডুমন্ট বিমানবন্দরের কার্যক্রম স্থগিত করা হয়েছিল।