নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, বিদেশি পর্যবেক্ষক সংস্থাগুলোর আবেদনের প্রেক্ষিতে আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত পর্যবেক্ষকদের আবেদনের সময় বাড়ানো হয়েছে।
ইসি জানিয়েছে, এখন পর্যন্ত ১২টি দেশের ৩২ জন ব্যক্তি পর্যায়ে আবেদন করেছেন। এছাড়াও আফ্রিকান ইলেকটোরাল ইউনিয়ন ১১ জন, সাউথ এশিয়ান ডেভেলপমেন্ট ফোরাম ৫ জন , ইইউ, এনডিআই-আইআরআই ৫-৬ জন পর্যবেক্ষকের জন্য আবেদন করেছে।
নতুন আরও অনেকে যুক্ত হতে চায় বলে কমিশনের পক্ষ থেকে সময় বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। কোন আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক বা পর্যবেক্ষক সংস্থা যদি সংসদীয় নির্বাচন পর্যবেক্ষণ করতে চায় তাহলে ২৫ নভেম্বরের মধ্যে আন্তর্জাতিক নির্বাচন নীতিমালা মেনে তাদের আবেদন করতে হত। তবে নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত তাদের আবেদনের সুযোগ থাকছে।
বিজ্ঞাপন