চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে ক্লাস্টার বোমা দেওয়ার কঠিন সিদ্ধান্ত গ্রহণ করেছেন। এ বিষয়ে বাইডেন বলেন, ওয়াশিংটন এই সিদ্ধান্ত গ্রহণে অনেকটা সময় নিয়েছে। কেননা ইউক্রেনীয়দের গোলাবারুদ ফুরিয়ে যাচ্ছে।

এই সিদ্ধান্তকে সময়োপযোগী বলে স্বাগত জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদোমিরি জেলেনস্কি। তবে ওয়াশিংটনের এই সিদ্ধান্তের নিন্দা জানিয়েছেন মস্কোর একজন রাষ্ট্রদূত।

Bkash

অন্যদিকে মানবাধিকার গোষ্ঠীগুলো রাশিয়া এবং ইউক্রেন দু’দেশকেই ক্লাস্টার বোমা ব্যবহার না করার আহ্বান জানিয়েছেন। যদিও বিশ্বের ১২০টিরও বেশি দেশ বিপজ্জনক এ যুদ্ধাস্ত্রের ব্যবহার নিষিদ্ধ করেছে। তারপরও যুক্তরাষ্ট্র ইউক্রেনকে এ অস্ত্র দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View