
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকে বাংলাদেশি অভিবাসীদের প্রথম ইংরেজি ভাষার সাপ্তাহিক ‘উইকলি দ্য জেনারেশন’ নামে একটি পত্রিকার আত্মপ্রকাশ হলো। পত্রিকাটির প্রকাশের পরিককল্পনা, উদ্যোগ ও বাস্তবায়ন করেছে নিউ ইয়র্ক ভিত্তিক প্রতিষ্ঠান শাহ্ গ্রুপ।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লাগোর্ডিয়া ম্যারিয়ট হোটেলে শাহ্ গ্রুপের প্রতিষ্ঠাতা শাহ্ জে চৌধুরী ‘উইকলি দ্য জেনারেশন’ পত্রিকার আত্মপ্রকাশ উপলক্ষে একটি উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করেন। যুক্তরাষ্ট্র ও বাংলাদেশের জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয় ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এরকম উদ্যোগের ফলে এখন থেকে মূলধারার মানুষেরাও বাংলাদেশকে নতুন করে জানবে।
বিজ্ঞাপন