চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

‘ফ্রি ফায়ার’ গেম খেলে মায়ের ৪৭ লাখ টাকা গায়েব করল কিশোর!

KSRM

অনলাইনে মোবাইল গেম খেলতে গিয়ে মায়ের ব্যাংক অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা খরচ করে ফেলেছে ভারতের এক কিশোর।

ভারতীয় সংবাদ মাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, ভারতের  হায়দরাবাদের অম্বরপেট এলাকার একজন কিশোর অনলাইনে তার দাদার মোবাইল ফোনে ‘ফ্রি ফায়ার’ নামে একটি গেমিং অ্যাপ ডাউনলোড করে খেলতে থাকে। প্রাথমিক ভাবে এটি একটি ‘ফ্রি গেম’। তবে গেমের বড় পর্যায়ে পৌছানোর পর অর্থ ব্যয় করে খেলতে হয় গেমটি।

Bkash July

সেই পর্যায়ে পৌছে মায়ের অ্যাকাউন্ট থেকে প্রথমে দেড় হাজার রুপি বা প্রায় ২ হাজার টাকা খরচ করে কিশোর। গেমের উত্তেজনাকর একটি পর্যায়ে পৌছনোর পর আরও অর্থ চাওয়া হয়। তখন সে ওই অ্যাকাউন্ট থেকে আরও ১০ হাজার রুপি বা ১৩ হাজার টাকা খরচ করে। এভাবে গেমের প্রতিটি পর্ব পার করার সাথে সাথে অর্থের পরিমাণও বাড়তে থাকে।

গেমটিতে ওই কিশোর এতটাই আসক্ত হয়ে পড়েছিল যে, লাখ টাকা খরচ করতেও দ্বিধাবোধ করেনি। ক্রমে এগোতে এগোতে মায়ের অ্যাকাউন্ট থেকে লাখ লাখ টাকা ওই অনলাইন গেমে খরচ করে ফেলে সে। একটা সময় দেখা যায় যে, কিশোরের মায়ের অ্যাকাউন্টে যে ৩৬ লাখ রুপি বা প্রায় ৪৭ লাখ ২৫ হাজার টাকা ছিল তার পুরোটাই অনলাইন গেমে খরচ করে ফেলেছিল সে।

Reneta June

কিশোরের মা ব্যাংকে টাকা তুলতে গেলে বিষয়টি প্রকাশ্যে আসে। ব্যাংকে গিয়ে তিনি জানতে পারেন অ্যাকাউন্টে থাকা সব টাকা তুলে নেওয়া হয়েছে। দু’টি ব্যাংক অ্যাকাউন্ট থেকে মোট ৩৬ লাখ রুপি খরচ করে ফেলেছিল কিশোর। সাথে সাথেই তিনি পুলিশের সাইবার সেলে একটি অভিযোগ দায়ের করেন। তদন্তে নেমে পুলিশ জানতে পারে, সমস্ত টাকা অনলাইন গেম খেলার জন্য তুলে নেওয়া হয়েছে।

I Screen Ami k Tumi
Labaid
Bellow Post-Green View