চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

এক্স থেকে মুছে ফেলা হচ্ছে ব্লকিং ফিচার

মাইক্রোব্লগিং সাইট ‘এক্স’ (টুইটার) থেকে মুছে ফেলা হচ্ছে ব্লকিং ফিচার। প্রতিষ্ঠানটির মালিক ইলন মাস্ক এই ঘোষণা দিয়ে বলেছেন, এই ফিচারটি থাকার কোন দরকার নেই।

বিবিসি জানিয়েছে, মাস্ক বলেছেন, অ্যাকাউন্ট ব্লক ফিচারটি বন্ধ করা হলেও ব্যবহারকারীরা বার্তা পাঠানো থেকে কাউকে ব্লক করতে সক্ষম হবেন।

Bkash

বর্তমানে ব্যবহারকারীরা যখন একটি অ্যাকাউন্ট ব্লক করে তখন সেই অ্যাকাউন্টের পোস্টগুলোকে ব্লকারের টাইমলাইনে দেখানো হয় না। ব্লক করা একটি অ্যাকাউন্ট থেকে ব্লকারকে বার্তা পাঠানো যায় না এবং তাদের পোস্টগুলোও দেখতে পারা যায় না।

ব্যবহারকারীরা বলেছেন, এটি তাদের টাইমলাইন থেকে অপমানজনক ও বিব্রতকর পোস্টগুলো মুছে ফেলাকে আরও কঠিন করে তুলবে। একজন ব্যবহারকারী মাস্কের সিদ্ধান্তকে “বিশাল ভুল” বলে অভিহিত করে বলেছেন, প্ল্যাটফর্মে অনেক “বিষাক্ত মানুষ” রয়েছে যাদের সাথে ব্যবহারকারীরা কোনোভাবেই যোগাযোগ করতে চান না।

Reneta June

যদিও মাস্কের সিদ্ধান্তের সঙ্গে একমত পোষণ করেছেন টুইটারের প্রতিষ্ঠাতা জ্যাক ডরসি। তিনি এক পোস্টে লিখেছেন, ‘শতভাগ’। তবে বিশ্লেষকসহ অনেকেই মনে করছেন, ব্লকিং ফিচার বাদ গেলে ডিজিটাল জগতে হয়রানি বাড়বে।

অন্যদিকে ব্লকিং ফিচারটি মুছে ফেলার ফলে শর্তাবলী লঙ্ঘনের কারণে এক্স’কে অ্যাপল অ্যাপ স্টোর এবং গুগল প্লে স্টোর থেকে সরিয়ে ফেলা হতে পারে।

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View