মির্জা ফখরুল-আব্বাসের জামিন আপিল বিভাগেও বহাল

বিএনপি নেতাকর্মীদের সাথে পুলিশের সংঘর্ষের ঘটনায় করা মামলায় মির্জা ফখরুল এবং মির্জা আব্বাসকে হাইকোর্টের দেওয়া জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ। চেম্বার জজ আদালতের দেওয়া আদেশ রি-কল করে ওই আদেশ দেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বে চার বিচারপতির আপিল বেঞ্চ। জারি করা রুল ৩০ দিনের মধ্যে নিষ্পত্তি করতেও হাইকোর্টকে নির্দেশ দেন আদালত। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আইনের শাসন আছে বলেই জামিন পেয়েছেন বিএনপি নেতারা।