ঢাকা- ১৭ আসনের উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের উপর হামলায় কারো ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। ওই ঘটনায় এখন পর্যন্ত আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা হয়েছে অজ্ঞাতনামা ২০ জনের বিরুদ্ধে। হামলার ঘটনায় উদ্বেগ জানিয়েছে জাতিসংঘ। আলোচনা হয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রেস ব্রিফিংয়েও।






