
আবারও আলোচনায় ভারতীয় অভিনেত্রী পায়েল ঘোষ। বাঙালি এই নায়িকার এক সোশ্যাল পোস্ট ঘিরে রীতিমত তোলপাড় নেট দুনিয়া।
ইনস্টাগ্রামে হাতে লেখা একটি সুইসাইড নোটের ছবি পোস্ট করেছিলেন পায়েল। তার ওই পোস্ট ঘিরে রীতিমত শোরগোল কাণ্ড! বিষয়টি গড়ায় থানা-পুলিশ পর্যন্ত।
কী লেখা ছিলো সেই সুইসাইড নোটে? পায়েলের পোস্ট করা সেই নোটে লেখা ছিলো, ‘আমি…. যদি আমি আত্মহত্যা করি, কিংবা আমার হার্ট অ্যাটাকে মৃত্যু হয়, তার জন্য দায়ী থাকবে…’।
কারো নাম উল্লেখ করেননি অভিনেত্রী। তবে তার এই পোস্ট দেখে চমকে যান সকলে। কী হলো তার? কমেন্ট বক্সে অনুরাগীরা তাকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার অনুরোধ জানায়। কেউ তাকে অতীত ভুলে ভবিষ্যতের দিকে তাকানোর পরামর্শ দেয়।

তবে নায়িকার এমন পোস্ট চোখ এড়ায়নি মুম্বাই পুলিশের। অভিনেত্রীর এই বিস্ফোরক পোস্ট ছড়িয়ে পড়তেই দ্রুত অভিনেত্রীর বাড়িতে খোঁজ খবর নিতে পৌঁছায় ওশিওয়াড়া থানার পুলিশ। আন্ধেরি ওয়েস্টে থাকেন নায়িকা। পরে আরও একটি ইনস্টাগ্রাম পোস্টে তিনি লেখেন, ‘ওশিওয়ারা থানার পুলিশ এসেছিল আমার খোঁজ নিতে। আমার চিকিৎসকের সঙ্গেই কথা বলেছেন। আমি সুশান্ত (সিংহ রাজপুত) নই, মরলে সবাইকে ফাঁসিয়ে মরব।’
তাঁর এই বয়ানের মাধ্য়মে প্রচ্ছন্ন হুমকি থাকলেও কাকে কিংবা কাদের উদ্দেশ্যে এমনটা বললেন, তা স্পষ্ট করেননি।
২০২০ সালের সেপ্টেম্বর মাসে ‘গ্যাংস অব ওয়াসিপুর’ খ্যাত নির্মাতা অনুরাগ কাশ্যপের বিরুদ্ধে ধর্ষণ চেষ্টার অভিযোগ করে আলোচনায় আসেন পায়েল। সেসময় সুবিচার না পেলে অনশনে বসার হুমকিও দিয়েছিলেন তিনি। তদন্তে নেমে অনুরাগ কাশ্যপকে জিজ্ঞাসাবাদও করে পুলিশ, তবে মামলা বেশিদূর এগোয়নি।