এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেসলার শেয়ারহোল্ডাররা কোম্পানির প্রধান নির্বাহী এলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলারের নতুন বেতন পরিকল্পনা অনুমোদন করেছে। এই অর্থ তিনি তখনই পাবেন, যদি আগামী ১০ বছরে নির্ধারিত লক্ষ্যগুলো অর্জন করতে পারেন।
শনিবার ৮ নভেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে বিবিসি নিউজ জানায়, লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে — ২০ মিলিয়ন বৈদ্যুতিক গাড়ি ও এক মিলিয়ন রোবট উৎপাদন, এক মিলিয়ন স্বয়ংচালিত রোবোট্যাক্সি চালু করা এবং টেসলার বাজারমূল্য ১.৪ ট্রিলিয়ন ডলার থেকে বাড়িয়ে ৮.৫ ট্রিলিয়ন ডলারে উন্নীত করা।
আর্থিক বিশ্লেষকরা বলছেন, মাস্কের নেতৃত্বই টেসলার সাফল্যের মূল পরিচালিকা শক্তি, এবং কোম্পানির প্রায় এক-তৃতীয়াংশ মূল্য তার ওপর নির্ভরশীল, যাকে তারা বলছেন ‘মাস্ক প্রিমিয়াম’। তবে তার বিতর্কিত রাজনৈতিক মন্তব্য ও একাধিক প্রকল্পে মনোযোগ ছড়িয়ে পড়া টেসলার জন্য ঝুঁকি তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন বিশেষজ্ঞরা।
বিশেষজ্ঞদের মতে, মাস্কের ভিশন এবং উদ্ভাবনী চিন্তাই টেসলাকে বিশ্ববাজারে শীর্ষে রেখেছে, তবে ভবিষ্যতে তাকে কোম্পানির মূল লক্ষ্যেই মনোযোগী থাকতে হবে।








