ভারি বৃষ্টি ও উজানের ঢলে লালমনিরহাটে আবারও তিস্তা নদীর পানি বেড়ে নিম্নাঞ্চলের বেশ কিছু এলাকা প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে ভোগান্তিতে পড়েছে ৪ হাজারের বেশি পরিবার।
আজ (৪ আগস্ট) সোমবার রাতে দেশের বৃহত্তম সেচ প্রকল্প তিস্তা ব্যারাজের ডালিয়া পয়েন্টে পানি বিপৎসীমার ৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হয়।
এতে ব্যারাজে ভাটিতে থাকা নদী তীরবর্তী ৪ উপজেলার ৯ ইউনিয়নের ১২টি গ্রাম প্লাবিত হয়। পানিবন্দি হয়ে ভোগান্তিতে পড়ে ৪ হাজারের বেশি পরিবার।
এদিকে কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ভোটমারী এলাকায় নদীভাঙন দেখা দিয়েছে। সেখানকার নদীরক্ষা বাঁধ রয়েছে হুমকির মুখে। বালুর বস্তা ফেলে ভাঙ্গনরোধে কাজ করছে এলাকাবাসী।
পানির প্রবাহ স্বাভাবিক রাখতে খুলে রাখা হয়েছে ব্যারাজের ৪৪টি জলকপাট।







