
মার্কিন যুক্তরাষ্ট্রের ফিনিক্সের এক স্কুলের ছাত্র টিফিন বক্সে এআর-১৫ সেমি-অটোমেটিক বন্দুক এবং গোলাবারুদ আনার ঘটনায় ওই কিশোরকে গ্রেপ্তার করেছে পুলিশ। এনবিসি নিউজকে ফিনিক্স পুলিশের কমিউনিকেশন ডিরেক্টর ডোনা রসি বলেন, পুলিশকে বন্দুকের কথা জানানোর সাথে সাথেই স্কুলটিকে লকডাউন করে দেয়া হয়েছিল। স্কুলের এক কর্মচারী জানায়, এক ঘণ্টার একটু বেশি সময় পুলিশ সমস্ত স্কুলকে লকডাউন করে রেখেছিল।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।
শুক্রবার (১৯ মে) ফিনিক্সে পুলিশ জানিয়েছে, টিফিন বক্সে লুকিয়ে রাখা এআর-১৫ বন্দুক এবং গোলাবারুদ আনার পরে কিশোরকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশ কর্মকর্তারা বলেছেন, তারা দুপুর ১ টার আগে মেরিভেলের বোস্ট্রম হাই স্কুল থেকে সাহায্যের জন্য ফোন পায় এবং সেখানে গিয়ে বন্দুকসহ ছাত্রকে গ্রেপ্তার করেন। কর্মকর্তারা জানিয়েছেন, তারা ছাত্রের ব্যাক এবং টিফিন বক্সে গোলাবারুদও খুঁজে পেয়েছেন।
ফিনিক্স পুলিশ এক বিবৃতিতে বলেছে, আমরা স্কুলের প্রশাসনকে ধন্যবাদ জানাচ্ছি, কারণ তারা বন্দুকের বিষয়টি নিশ্চিত হওয়ার সাথে সাথেই পুলিশকে জানিয়েছেন। শনিবার পর্যন্ত ১৫ বছর বয়সী ছেলেটি পুলিশি হেফাজতে ছিল। পিনাল কাউন্টি অ্যাটর্নি অফিস কিশোরের উপর বন্দুক রাখার জন্য এবং শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রমে ব্যাঘাত ঘটানোর জন্য দুটি অভিযোগ দায়ের করেছে।
বিজ্ঞাপন