দীর্ঘদিন পর বড়পর্দায় আসছে অভিনেত্রী কুসুম সিকদারের সিনেমা! তবে এবার শুধু অভিনেত্রী পরিচায় নয়, নামের আগে লাগছে পরিচালক পরিচয়ও! পাশাপাশি প্রযোজনাতেও নাম লিখিয়েছেন তিনি।
তার পরিচালিত ও প্রযোজিত প্রথম চলচ্চিত্র ‘শরতের জবা’। এ কথা আগেই জেনেছেন তার ভক্ত অনুরাগীরা! এবার প্রেক্ষাগৃহে ছবিটি দেখার পালা! ক’দিন আগেই এলো পোস্টার। সেময় কুসুম জানিয়েছিলেন, ২০ সেপ্টেম্বর আসছে ‘শরতের জবা’র টিজার।
শুক্রবার সন্ধ্যায় শরতের জবার অফিশিয়াল পেজে এলো সিনেমাটির টিজার। প্রায় দেড় মিনিটের টিজারে ভিন্ন ধরনের রহস্য গল্পের আভাস দিলেন কুসুম।
তিনি আগেই জানিয়েছেন, নিজের লেখা বই ‘অজাগতিক ছায়া’ থেকে ‘শরতের জবা’ গল্পটি চলচ্চিত্রের পর্দায় তুলে আনছেন কুসুম। যেখানে ইয়াশ রোহান, জিতু আহসান, শহীদুল আলম সাচ্চু, নরেশ ভূঁইয়াসহ অনেকেই অভিনয় করেছেন।








