হলিউডের জমকালো পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস ২০২২-এর আসর বসেছিল মঙ্গলবার (৬ ডিসেম্বর)। ক্যালিফোর্নিয়ার সান্তা মনিকার বার্কার হাঙ্গার-এ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে ৪০ ক্যাটাগরির সেরাদের হাতে তুলে দেয়া হয় পুরস্কার।
এবারের আসরে পিপল’স চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড পেয়েছেন লিজ্জো। রায়ান রেনলডস পেয়েছেন আইকন অ্যাওয়ার্ড। শানিয়া তাওয়াইনকে সম্মানিত করা হয়েছে মিউজিক আইকন অ্যাওয়ার্ড দিয়ে।
এবারের আসরে সেরা গানের দল হয়েছে বিটিএস। সেরা পুরুষ সংগীতশিল্পীর পুরস্কার পেয়েছেন হ্যারি স্টাইলস ও সেরা নারী সংগীত শিল্পী হয়েছেন টেইলর সুইফট।
এবছরের সেরা গান লিজ্জোর ‘অ্যাবাউট ড্যাম টাইম’। সেরা অ্যালবামের পুরস্কার জিতে নিয়েছে টেইলর সুইফটের ‘মিডনাইটস।’ সেরা মিউজিক ভিডিওর পুরস্কারও জিতেছেন টেইলর সুইফট ‘অ্যান্টি-হিরো’ গানের জন্য।
চলতি বছরের সেরা ছবি হয়েছে ‘ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’। সেরা কমেডি ছবির পুরস্কার পেয়েছে ‘দ্য অ্যাডাম প্রজেক্ট।’ সেরা অ্যাকশন ছবির পুরস্কার জিতে নিয়েছে ‘টপ গান: মাভেরিক।’
সেরা অভিনেতার পুরস্কার জিতেছেন ক্রিস হেমসওয়ার্থ। ‘থর: লাভ অ্যান্ড থান্ডার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। ‘ডক্টর স্ট্রেঞ্জ দ্য মাল্টিভার্স অব ম্যাডনেস’ এর জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার জিতেছেন এলিজাবেথ অলসেন।
পিপল’স চয়েজ অ্যাওয়ার্ডস ২০২২-এর আসরটি উপস্থাপনা করেছেন কেনান থম্পসন। তিনি গতবছরও এই আসরের উপস্থাপক ছিলেন এবং এই বছর এমি’র উপস্থাপনা করেছেন।
সূত্র: পিঙ্কভিলা







