এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টেস্টে হোয়াইটওয়াশ হওয়ার পর টি-টুয়েন্টিতেও ভারতের কাছে সিরিজ হেরেছে বাংলাদেশ। যে উইকেট ভারত মারকাটারি ব্যাট করেছে সে উইকেটে বাংলাদেশের ব্যাটারদের লেজেগোবরে অবস্থা হয়েছিল। সেই অবস্থার জন্য নিজেদের টি-টুয়েন্টিতে খুব বেশি উন্নতি না হওয়াকে দায়ী করেছেন দলের গুরুত্বপূর্ণ পেসার তাসকিন আহমেদ।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে নিজেদের দায় স্বীকার করে নিয়ে তাসকিন আহমেদ বলছেন, ‘আসলে দলের অংশ আমিও, দলের একজন খেলোয়াড়। অনেক দিন ধরে আমিও খেলতেছি। দুর্ভাগ্যবশত: টি-টুয়েন্টিতে আমাদের আসলে খুব বেশি উন্নতি হয়নি, এটা আমাদের ব্যর্থতা।’
‘কিন্তু আমাদের চেষ্টার কোনো কমতি নেই, হচ্ছে না। দেশে উইকেট যেমনই হোক, ভালো কন্ডিশনেও আমরা প্রায়ই পারছি না, ভালো উইকেটগুলোতেও। সবমিলিয়ে টি-টুয়েন্টিতে আমাদের উন্নতি আসলেই কম। আশা করছি, আসলে আশা আর চেষ্টা ছাড়া কিছুই করার নেই এই মুহুর্তে আমাদের। ব্যর্থ হলে প্রত্যেকবার উন্নতি করার চেষ্টাটাই আমাদের হাতে আছে, আর কোনো কিছুই নেই।’
দিল্লিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ভারতের ছক্কা বন্যায় ভেসে যায়। নির্ধারিত ওভারে ৯ উইকেট হারিয়ে ভারত ২২১ রান তোলে। জবাবে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৩৫ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। সাথে সিরিজও হারিয়ে বসে নাজমুল হোসেন শান্তর দল। হায়দরাবাদে সিরিজের শেষ টি-টুয়েন্টি আগামী শনিবার।








