এই খবরটি পডকাস্টে শুনুনঃ
বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ টেস্ট-ওয়ানডে এবং টি-টুয়েন্টি সংস্করণে নিয়মিত খেলে চলেছেন। চোট থেকে ফিরে যদিও কিছুটা বিরতি দিয়ে দিয়ে খেলছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা খেলা নিয়ে প্রশ্ন গিয়েছে তাসকিনের দিকে। ওয়ার্কলোড কীভাবে সামলাচ্ছেন সেটি জানালেন টাইগারদের ডানহাতি তারকা।
‘এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ব্যাপার। আমাদের ফিজিও, ট্রেনার সবসময় বোলারদের ওয়ার্কলোড মনিটরিং করছেন যে, লোড বেশি না কম। ফিট থাকলে সব ঠিক থাকে, তাহলে এই অদলবদল হয়তো নাও হতে পারে। কিন্তু সামনে যেহেতু এশিয়া কাপ, দল চাইলে হতেও পারে। যাই হোক, আমার বর্তমানকে বেশি উপভোগ করতে চাই। অনুশীলন থাকলে অনুশীলন, ম্যাচ থাকলে ম্যাচ।’
‘আমাদের সবাই উন্নতি করার চেষ্টা করছে। আমাদের দলটা এমন একটি দল যাদের সবাই ১৯/২০। এখানে একতাবদ্ধ থাকা, সবাই সবাইকে সমর্থন করা জরুরি। বিগত কয়েকমাস ধরে উন্নতি হচ্ছে। এভাবে এগোতে থাকলে ভালো কিছুই হবে।’
তাসকিন বলেছেন টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিয়েও। বললেন, ‘লিটনের ভালো খেলা বা ফর্মে থাকা আমাদের দলের জন্য অনেক জরুরি। সম্প্রতি ও ভালো ফর্মে আসতেছে, ভালো ব্যাটিং করতেছে, নেটেও দেখতেছি। এভাবে যদি আগাতে থাকে, সামনের বড় ইভেন্টেও ভালো করা সম্ভব।’
‘স্পোর্টিং কন্ডিশনে যেকোনো একসাইড দিয়ে জেতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই লাগে। আর আমাদের মতো দলের জন্য সবক্ষেত্রে অবদান আরও বেশি লাগে। এটা খুব ভালো লক্ষণ ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়ে ভালো হচ্ছে।’
নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত বল করেছেন তাসকিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, টি-টুয়েন্টিতে তার অন্যতম সেরা বোলিং ফিগার। হয়েছেন ম্যাচসেরা।








