তারেকের সাবেক ব্যক্তিগত সহকারীর জামিন স্থগিত

সন্ত্রাসে অর্থায়ন ও অর্থপাচার প্রতিরোধ আইনের মামলায় তারেক রহমানের সাবেক ব্যক্তিগত সহকারী অপুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন আপিল বিভাগ। এই আসামির পক্ষে শুনানি করেছিলেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, আসামির রাজনৈতিক পরিচয় আবেদনে উল্লেখ করা হলে ওই মামলা তার কাছে আসতো না।