চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

তামিমে অনুপ্রাণিত তামিম

তামিম ইকবালের জায়গায় এশিয়া কাপে সুযোগ পেয়েছেন তানজিদ হাসান তামিম। সিনিয়র তামিমের ছোটবেলার ব্যাটিংয়ের সঙ্গে জুনিয়র তামিমের মিল খুঁজে পান অনেকেই। এই ছায়া পড়ার কারণ তামিমকেই ছোটবেলা থেকে অনুসরণ করে এসেছেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী দলের সদস্য তামিম।

জাতীয় দলে ডাক পাওয়ার পর এবারই প্রথম মিডিয়ার মুখোমুখি হলেন তানজিদ তামিম। জানালেন অনুশীলনে কোচের কাছ থেকে পেয়েছেন স্বাধীনভাবে খেলার লাইসেন্স। ভয়ডরহীন ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার সংকল্প এ তরুণের।

‘কোন বোলার বল করছে এটা নিয়ে মাথা ঘামাই না। চেষ্টা করি বল দেখে খেলার। কোচ নিজের মতো করে ব্যাটিং করার কথা বলেছেন। বলেছেন যে, সমস্যা হলে জানাতে।’

সিনিয়র তামিমকে নিয়ে বললেন, ‘সত্যি বলতে এই কথা আমি অনেক আগে থেকেই শুনতেছি। ছোটবেলায় ওনার খেলা দেখে বড় হয়েছি। খেলা দেখার উৎসাহ পেয়েছি যেহেতু ‍ওনার নামের সঙ্গে আমার মিল ছিল, এজন্য বেশি আগ্রহ পেয়েছি। উনি আমাদের সবার জন্য আইডল।’

‘ওনার খেলা থেকে অনেককিছু শেখার চেষ্টা করি। কীভাবে সবকিছু কন্ট্রোল করে। কোন পরিস্থিতিতে কীভাবে খেলে। অবশ্যই উনি আমার জন্য অনুপ্রেরণা।’

বিজ্ঞাপন

Nil Joler Kabbo
Bellow Post-Green View