চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

দশ ঘন্টা পর উত্তর ও দক্ষিণাঞ্চলে রেল চলাচল স্বাভাবিক

টাঙ্গাই‌লে ১০ ঘন্টা পর লাইনচ‌্যুত মালবা‌হী ট্রেন উদ্ধার

টাঙ্গাই‌লের কা‌লিহাতী‌তে মালবা‌হী ট্রেন লাইনচ‌্যুত হওয়ার সা‌ড়ে দশ ঘন্টা পর দুর্ঘটনা কব‌লিত বগি উদ্ধার ক‌রে‌ছে ‌রেলও‌য়ে কর্তৃপক্ষ।

মঙ্গলবার ১৩ ডি‌সেম্বর সকাল ৯টার দি‌কে লাইনচ‌্যুত মালবা‌হী ট্রেনের ব‌গি‌টি রেললাইন থে‌কে অপসারণ ক‌রা হলে উত্তর ও দক্ষিণাঞ্চলে রেললাই‌ন চলাচল স্বাভাবিক হয়।

এর আগে দুর্ঘটনার পর রাত তিনটার দিকে উদ্ধারকারী দল এসে লাইনচ্যুত বগিটি উদ্ধারের কাজ শুরু করে।

ট্রেন লাইনচ‌্যুত হওয়ায় বি‌ভিন্ন স্টেশ‌নে ঢাকা ও উত্তর-দক্ষিণঞ্চালগামী বেশ কয়েকটি যাত্রীবাহী ট্রেন আটকা প‌ড়ে। এ‌তে চরম দুর্ভো‌গে প‌ড়েন যাত্রীরা। এদিকে ট্রেন চলাচল স্বাভাবিক হলেও সিডিউল বিপর্যয়ের কবলে পড়তে হচ্ছে তাদের।

এ বিষয়ে প‌শ্চিমাঞ্চল রেলও‌য়ের এ‌ডিশনাল চীফ ই‌ঞ্জি‌নিয়ার লিয়াকত শরীফ জানান, উত্তরবঙ্গ থে‌কে চালবা‌হি ট্রেন‌টি ঢাকার দি‌কে যা‌চ্ছিল। এসময় ট্রেন‌টি কা‌লিহাতীর রাজাবা‌ড়ি রেলক্রসিং অতিক্রম করার সময় এক‌টি ব‌গি চার‌টি চাকাসহ লাইনচ‌্যুত হয়। রাত তিনটার দি‌কে রি‌লিফ ট্রেন এ‌সে উদ্ধার অ‌ভিযান শুরু ক‌রে। প‌রে সকাল নয়টার দি‌কে ব‌গি‌টি উদ্ধার করা হয়। এখন ট্রেন চলাচল স্বাভা‌বিক।