এই খবরটি পডকাস্টে শুনুনঃ
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগে খেলা ছিল টেবিলের শীর্ষ তিন দল লিজেন্ড অব রূপগঞ্জ, মোডামেডান স্পোর্টিং ক্লাব ও আবাহনী লিমিটেডের। ভিন্ন ভিন্ন ম্যাচে জয় পেয়েছে শীর্ষ তিন দলই। সেঞ্চুরি পেয়েছেন মোডামেডান অধিনায়ক তামিম ইকবাল।
দিনের দ্বিতীয় খেলা ছিল ব্রাদার্স ইউনিয়নের সাথে মোহামেডানের। আগে ব্যাট করা ব্রাদার্স ৪৮.৪ ওভারে ১৮৭ রানে অলআউট হয়। জবাবে তামিম ইকবালের ৯৬ বলে অপরাজিত ১০৫ ও মাহিদুল ইসলাম অঙ্কনের অপরাজিত ৭৫ রানে ৯ উইকেটের বড় জয় তোলে মোহামেডান।
দিনের প্রথম ম্যাচ ছিল পারটেক্স স্পোর্টিং ক্লাবের সাথে আবাহনী লিমিটেডের। আবাহনী জিতেছে ৮ উইকেটে। আগে ব্যাট করা পারটেক্স ৩৩ ওভার খেলে ১০০ রান করে। মাহফুজুর রহমান রাব্বি ৫ উইকেট শিকার করেন। জবাবে পারভেজ হোসেন ইমনের অপরাজিত ৫৫ রানে বড় জয় পায় আবাহনী।
দিনের তৃতীয় ম্যাচে ৮ উইকেটের জয় তুলেছে লিজেন্ড অব রূপগঞ্জ। জিতেছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের বিপক্ষে। আগে ব্যাট করে প্রাইম ব্যাংক ১৫২ রান করে। জবাবে তানজিদ হাসান তামিমের ৬৮ ও সৌম্য সরকারের অপরাজিত ৫০ রানে জয় তোলে রূপগঞ্জ।







