তামান্না ভাটিয়া ও বিজয় বর্মার প্রেমের সম্পর্ক বলিপাড়ার নতুন গুঞ্জন নয়! রাখঢাক না রেখে গেল জুন মাসের মাঝামাঝিতে নিজেদের প্রেমের সম্পর্কের কথাও প্রকাশ্যে আনেন এই জুটি। তবে প্রেম উতরে এবার বিয়ের গুঞ্জনে ভাসছেন এই জুটি।
সম্প্রতি দিওয়ালি পার্টি থেকে শুরু করে যে কোন অ্যাওয়ার্ড অনুষ্ঠানের পাশাপাশি বিভিন্ন জায়গায় একসঙ্গে দেখা মেলে এই দুই তারকার। শুধু তাই নয় হাসি মুখে ক্যামেরার সামনে পোজও দেন তারা। কিন্তু কবে চারহাত এক হবে বিজয়-তামান্নার? এই প্রশ্নেরই উত্তর খুঁজছেন ভক্তরা।
শোনা যাচ্ছে, অভিনেত্রীর পরিবারই নাকি বিয়ের চাপ দিচ্ছেন তাকে। ইতোমধ্যেই ৩৩-এ পা দিয়েছেন তামান্না, তাইতো অভিনেত্রীর পরিবার খুব বেশি দেরি করতে চাইছে না। তাইতো বিয়ে নিয়ে ভাবনা চিন্তা শুরু করে দিয়েছেন বিজয়-তামান্না।
সম্প্রতি নতুন করে আর কোন ছবির জন্য চুক্তিবদ্ধও হচ্ছেন না তামান্না। ‘ভোলা শংঙ্কর’ ও ‘জেলার’ ছবির কাভাল্লা গানের পর আর কোন কাজ নিচ্ছেন না অভিনেত্রী। তাইতো বিয়ের জল্পনা আরও জোরালো হচ্ছে।
এদিকে কয়েক মাস আগে এক সাক্ষাৎকারে বিয়ের প্রসঙ্গে তামান্না বলেন, ‘‘বিয়ে একটা বড় দায়িত্ব। তখনই এক জনের সম্মতি দেওয়া উচিত, যখন সে দায়িত্ব নেওয়ার জন্য সম্পূর্ণ তৈরি থাকবে।’’ যদিও তামান্নার বরাবরের পরিকল্পনা ছিল ৩০ পেরোতেই বিয়ে করে দুই সন্তান নিয়ে সংসার করবেন। কিন্তু এখনও সেটা হয়নি।
তামান্নার কথায়, খুব ছোট বয়সে কাজ শুরু করি। তখন ইন্ডাস্ট্রিতে নায়িকারা সব মিলিয়ে ১০ বছর অভিনয় করত। আমি নিজের ক্ষেত্রে তেমনটাই হবে ধরে নিয়েছিলাম। ৩০ অবধি কাজ করব, তারপর বিয়ে-সন্তান মিলিয়ে সংসার করব। কিন্তু ত্রিশেই যেন আমার পুনর্জন্ম হল।’’
সুজয় ঘোষের ‘লাস্ট স্টোরিজ ২’ সিরিজে জুটি বেঁধে অভিনয় করার সময় একে অপরের প্রেমে পড়েন তারা। এরপরই উঠে তাদের প্রেমের গুঞ্জন। তবে ভক্তদের বেশি অপেক্ষা না করিয়ে ওই সিরিজেরই এক প্রচারণায় বিজয়ের সঙ্গে প্রেমের জল্পনায় সিলমোহর দেন তামান্না! বিভিন্ন সাক্ষাৎকারে বিজয়ের ব্যাপক প্রশংসা করেন তামান্না। তিনি জানিয়েছেন, বিজয়ের সব কিছুই ভাল।
সূত্র: বলিউড লাইফ







