এই খবরটি পডকাস্টে শুনুনঃ
তারকা ক্রিকেটারদের নিয়ে চলতি বিপিএলে দল সাজিয়েছে ফরচুন বরিশালের। তারকা সমৃদ্ধ দল হওয়ায় ম্যাচ খেলার সুযোগ হচ্ছে না অনেকেরেই। যেমন লম্বা সময় ধরে বেঞ্চে আছেন নাজমুল হোসেন শান্ত। মাত্র এক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। এছাড়া আরেক স্পিনার নাঈম হাসানের তো কোনো ম্যাচ খেলার সুযোগই হয়নি। এরকম অনেক ক্রিকেটারকেই বসে থাকতে হচ্ছে বরিশালের বেঞ্চে। তাইতো তাইজুল বললেন, বরিশালের বেঞ্চে থাকা ক্রিকেটারদের নিয়েই আরও একটি ভালো দল গঠন করা যাবে।
শনিবার লিগপর্বে শেষ ম্যাচে চিটাগং কিংসের মুখোমুখি হবে বরিশাল। তার আগেরদিন শুক্রবার মিরপুর একাডেমি মাঠে অনুশলীন সেরে নিয়েছে তামিম ইকবালের দল। পরে সংবাদ সম্মেলনে আসেন তাইজুল। সেখানে বরিশালের শক্তিমত্তা ও নিজের খেলা নিয়ে কথা বলেন এই স্পিনার।
‘আমি বারবার একটা কথাই বলতেছি। আমাদের আসলে টিমটা দেখতে হবে আপনি অন্য টিম গুলো দেখেন আর আমাদেরটা দেখেন। আমাদের টিমের বেঞ্চে কারা কারা বসে আছে? তাদেরকে দিয়ে হয়তো অন্য আরেকটি টিমের থেকে ভালো দল করা যাবে, আমার কাছে মনে হয়।’
ম্যাচ না খেলতে পারার আক্ষেপ নেই তাইজুলের। জানালেন, দলের বাস্তবতা অনুভব করেই ম্যাচ খেলার আশা করেননি নিজেই। বলেছেন, ‘আমি ম্যাচ খেলিনি। না খেলাটাই স্বাভাবিক। আপনারা দেখবেন, রিশাদ বা তানভীর, ওরা এখন বাংলাদেশ দলকে প্রতিনিধিত্ব করছে টি-টুয়েন্টি সংস্করণে। এখানে প্রশ্নই আসে না যে, আমি অনেক ম্যাচ খেলব। এটাই স্বাভাবিক ও মেনে নিতে হবে। আমাদের দল ভালো খেলছে, এটাই গুরুত্বপূর্ণ।’
‘অভিজ্ঞতার কিছু নেই। আগেও খেলেছি, বিপিএল নিয়ে অনেক অভিজ্ঞতা আমার আছে। পরিস্থিতি বুঝতে হবে যে, আমাদের দলটা কেমন বা দলে কেমন ক্রিকেটার আছে। এই ফরম্যাটে আমাদের জাতীয় দলে যে দুজন খেলে, তানভীর আর রিশাদ, ওরা খেলছে এখানে। ওদেরকে এখানে খেলাবেন না, তা তো হয় না। তারা যথেষ্ট ভালো পারফর্ম করছে। তারা যদি একবারে পারফর্ম না করত, তাহলে আমার সুযোগ আসত।’-যোগ করেন তাইজুল।
চলতি আসরে পারিশ্রমিক জটিলতা নিয়ে কয়েকটি দলের নাম সবার আগে আসলেও ভিন্ন বরিশাল। তাইজুল জানালেন তাদের পেমেন্ট ঠিকঠাকই পেয়েছেন। বলেছেন, ‘আমি এই দলে গত দুই বছর ধরে খেলছি। তো গত দুই বছর আলহামদুলিল্লাহ ভালো ছিল। এ বছর আমাদের তামিম ভাই সব দিক মিলে দেখছেন। টিমের প্রতি কোনো কমপ্লেইন নেই। পেমেন্ট আলহামদুলিল্লাহ আমরা ৫০% পেয়েছি এবং সামনে আরো দুই চার দিনের মধ্যে হয়তো ২৫% পাবো আর কি।’








