চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ডাবল সেঞ্চুরির দিনে বাবাকেও ছাড়িয়ে গেলেন চন্দরপল

৩৩৬ রানের ওপেনিং জুটির রেকর্ডের দিনে ডাবল সেঞ্চুরি পেয়েছেন ত্যাগনারায়ণ চন্দরপল। ওয়েস্ট ইন্ডিজের দশম খেলোয়াড় হিসেবে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকেই ডাবলে রূপ দিলেন। দুর্দান্ত দিনে বাবা শিবনারায়ণ চন্দরপলকেও একটি জায়গায় ছাড়িয়ে গেছেন জুনিয়র চন্দরপল।

ত্যাগনারায়ণ উইন্ডিজের কিংবদন্তি ব্যাটার শিবনারায়ণের দেখানো পথেই যেন হাঁটছেন। ২৬ বর্ষী বাঁহাতি ওপেনার ক্যারিয়ারের তৃতীয় টেস্ট খেলতে নেমেছেন। ২০৭ রানের অপরাজিত ইনিংস খেলে মাঠ ছেড়েছেন, বল খেলেছেন ৪৬৭টি। ১৬টি বাউন্ডারির সঙ্গে রয়েছে ৩টি ওভার বাউন্ডারি। দল পেয়েছে ওপেনিং ইতিহাসে সর্বোচ্চ রানের রেকর্ড জুটি, যা টেস্ট ক্রিকেটের ইতিহাসে নবম সর্বোচ্চের রেকর্ড।

ম্যাচের প্রথম দুদিন বৃষ্টি বাধায় পুরোপুরি খেলা হয়নি। দ্বিতীয় দিন শেষে দুই ওপেনার ক্রেইগ ব্র্যাথওয়েট ১১৬ ও ত্যাগনারায়ণ চন্দরপল ১০১ রানে অপরাজিত ছিলেন। তৃতীয় দিনে লাঞ্চের আগে ডাবল সেঞ্চুরি থেকে অল্পদূরে ১৮২ রানে কাটা পড়েন ব্র্যাথওয়েট। তার আগে উইন্ডিজের টেস্ট ইতিহাসে সর্বোচ্চ ৩৩৬ রানের ওপেনিং জুটি আসে তাদের থেকে।

এর আগে উইন্ডিজের ওপেনিংয়ে সর্বোচ্চ জুটি ছিল ২৯৮ রানের। সেন্ট জন’স এন্টিগায় ১৯৯০ সালে ইংল্যান্ডের বিপক্ষে, গর্ডন গ্রিনিজ এবং ডেসমন্ড হেইন্স গড়েছিলেন রেকর্ডটি। টেস্টে ওপেনিংয়ে সর্বোচ্চ রানের রেকর্ড অবশ্য ৪১৫ রানের। সাউথ আফ্রিকার নিল ম্যাকেঞ্জি এবং গ্রায়েম স্মিথ ২০০৮ সালে চট্টগ্রামে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে গড়েন যে রেকর্ড।

শিবনারায়ণ চন্দরপল ক্যারিয়ারে ১৬৪টি টেস্ট খেলে প্রায় ১২,০০০ হাজার রান করেছেন। ২৮০ ইনিংসে সেঞ্চুরি করেছেন ৩০টি, ফিফটি ৬৬টি। ২০৩ রানের ক্যারিয়ার সর্বোচ্চ ইনিংসে অপরাজিত ছিলেন। জুনিয়র চন্দরপল ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিকে নিয়ে গেছেন ডাবলে, ২০৭ রানে অপরাজিত থেকে ছাড়িয়ে গেছেন বাবাকেও।

এই রিপোর্ট লেখা পর্যন্ত বুলাওয়েতে প্রথম টেস্টে তৃতীয় দিনে ৬ উইকেটে ৪৪৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছে ওয়েস্ট ইন্ডিজ। জবাবে ২১ রান তুলে এগোচ্ছে জিম্বাবুয়ে।