মাত্র এক মিনিটের এনাউন্সমেন্ট টিজার ছেড়ে বছরের প্রথম ঘোষণা এলো ‘টগর’ ছবির! মারকাটারি অ্যাকশন টিজারে চমকে গেল দর্শকরা। যেখানে দেখা গেল, রক্তাক্ত অবস্থায় থরে থরে পড়ে আছে লাশের সারি!
আগুনের ফুলকির মধ্য দিয়ে হেঁটে যাচ্ছেন নায়ক আদর আজাদ। সঙ্গে পাওয়া গেল প্রার্থনা ফারদীন দীঘিকে। আরেকজনকে এলোপাতাড়ি চাপাতির কোপে তার মুখ চোখ ঢেকে যায় রক্তে! এমন দুর্ধর্ষ আভাস দেয়া ‘টগর’ নির্মাণ করতে যাচ্ছেন আলোক হাসান।
চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন, ১ ফেব্রুয়ারি থেকে শুটিং করবো। রিলিজ প্ল্যান করিনি। কারণ, শুটিংয়ের আগে রিলিজ প্ল্যান করলে অনেক চাপ থাকে। ধীরেসুস্থে কাজ করবো। গল্পটা থ্রিলার অ্যাকশন। কী ধরনের গল্পে কাজ করতে যাচ্ছি সেটার ঝলক। ‘টগর’ বাণিজ্যিক ধারার ছবি। সিনেপ্লেক্স সিঙ্গেল স্ক্রিন দুই ধরনের দর্শকদের পছন্দের গল্প হবে এটি। অ্যাকশনগুলো বিশ্বাসযোগ্য মনে হবে।
সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আদর আজাদ। তার বিপরীতে প্রথমবারের মত অভিনয় করেছেন প্রার্থনা ফারদিন দীঘি।
পরিচালক জানান, ২৫ ডিসেম্বর এফডিসিতে এই অংশের শুটিং হয়েছে। আরও যেসব পরিচিত আর্টিস্ট এতে অভিনয় করবেন তাদের নামও শিগগির ঘোষণা করা হবে।
আদর বলেন, ‘এই প্রথম এমন একটি চরিত্র করছি। চরিত্রটির মধ্যে তামিল কিংবা বলিউডের ভাইব কাজ করছে। এটা ভিন্ন কিছু হতে যাচ্ছে।’
প্রকাশিত এনাউন্সমেন্ট টিজারটি দেখে ফেসবুক-ইউটিউবে অনেকেই প্রশংসা করে মন্তব্য করেছেন। মোহাম্মদ রবি লিখেছেন, অনেক ভালো টিজার দেখলাম। এমন অ্যাকশন মুভি বেশি বেশি তৈরি হলে বাংলা সিনেমা সত্যি ঘুরে দাঁড়াবে। এমডি শিপন লিখেছেন, অসাধারণ হয়েছে।








