আয়ারল্যান্ড, স্কটল্যান্ডের পর যুক্তরাষ্ট্রকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। ফাইনালে ওঠার লড়াইয়ে সালমা-নিগারদের প্রতিপক্ষ হবে অপর গ্রুপের রানার্সআপ দলটি।
আবু ধাবিতে আগে ব্যাট করতে নেমে মুর্শিদা খাতুন ও অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির অপরাজিত ফিফটিতে ২০ ওভারে ১ উইকেট হারিয়ে ১৫৮ রান তোলে বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাট করে ৩ উইকেট হারিয়ে মার্কিনী মেয়েরা করতে পারে ১০৩ রান।
৫৫ রানের সহজ জয় দিয়ে গ্রুপপর্ব শেষ করেছে মেয়েরা। টস জিতে ব্যাটিংয়ে নেমে টাইগ্রেস ওপেনার মুর্শিদা খেলেন শেষ বল পর্যন্ত। ৬৪ বলে ৭৭ রানের ইনিংস খেলে অপরাজিত থাকেন। মারেন ৯টি চার।
৬ চার ও এক ছয়ে ৪০ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন নিগার। দ্বিতীয় উইকেটে ১৩৮ রানের অবিচ্ছিন্ন জুটিতে বাংলাদেশ পায় বড় পুঁজি।

যুক্তরাষ্ট্রের অধিনায়ক সিন্ধু শ্রীহার্শা ৭১ বলে ৭৪ রানে অপরাজিত থাকেন। সালমা খাতুন ও নাহিদা আক্তার নেন একটি করে উইকেট।