টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড। আগে ব্যাটিংয়ে নেমে ইংলিশদের ১৮১ রানের লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ক্যারিবীয় দলটি।
ড্যারেন স্যামি স্টেডিয়ামে বৃহস্পতিবার টসে জিতে ক্যারিবীয়দের ব্যাটিংয়ে পাঠান ইংলিশ অধিনায়ক জস বাটলার। নির্ধারিত ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮০ রানের সংগ্রহ দাঁড় করায় স্বাগতিক দল।
ব্যাটে নেমে শুরুটা দারুণ করে ওয়েস্ট ইন্ডিজ। কোনো উইকেট না হারিয়ে পাওয়ার প্লেতে আসে ৫৪ রান। দলীয় ৪০ রানের রিটায়ার্ড হার্ট হয়ে ফিরে যান ওপেনার ব্র্যান্ডন কিং। ১৩ বলে ২৩ রান আসে তার ব্যাটে। পরে নিকোলাস পুরানকে নিয়ে রানের চাকা সচল রাখেন জনসন চার্লস। এই জুটিতে যোগ হয় আরও ৫৪ রান।
দলীয় ৯৪ রানে মঈন আলীর বলে ব্রুকের হাতে ধরা পড়েন চার্লস। সাজঘরে ফেরার আগে করেন ৩৪ বলে ৩৮ রান। পরে অধিনায়ক রোভম্যান পাওয়েলকে নিয়ে এগিয়ে যান পুরান। এ জুটিও পায় রানের দেখা। ১৩৭ রানে লিয়াম লিভিংস্টোনের বলে তুলে মারতে গিয়ে মার্ক উডের হাতে ধরা পড়েন পাওয়েল। ১৭ বলে ৩৬ রানের ঝড়ো ইনিংস খেলেন তিনি। শেষদিকে শেরফান রাদারফোর্ড ও রোমারিও শেফার্ড ঝড়ে ১৮০ রানের পুঁজি পায় ক্যারিবীয় দল।







