এই খবরটি পডকাস্টে শুনুনঃ
টি-টুয়েন্টি বিশ্বকাপ-২০২৪ আসরে ‘ডি’ গ্রুপের লড়াইয়ে নিজেদের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস বোলারদের সামনে অসহায় নেপাল। বোলিং তোপ পেরিয়ে টেনেটুনে ডাচদের ১০৭ রানের লক্ষ্য দিয়েছে সাউথ এশিয়ার দেশটি।
ডালাসে টসে জিতে নেপালকে ব্যাটে পাঠায় নেদারল্যান্ডস। ১৯.২ ওভারে ১০৬ রানে থামে তারা।
ডাচ বোলারদের সামনে নেপালের ব্যাটারদের কেউই দাঁড়াতে পারেনি। দলের সর্বোচ্চ রান করেছিলেন রোহিত পাউডেল। ৩৭ বলে ৩৫ রান করেন নেপাল অধিনায়ক। বাকীদের মধ্যে কারাণ কেসি ১২ বলে ১৭ রান, গুলশান ঝা ১৫ বলে ১৪ এবং অনিল সাহ ১২ বলে ১১ রান করেন।
ডাচ বোলারদের মধ্যে টিম প্রিঙ্গেল ও লোগান ফন বিক তিনটি করে উইকেট নেন। পল ফন মিকেরেন ও বাস ডে লেডে নেন দুটি করে উইকেট।








