টি-টুয়েন্টি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে ভারত-ইংল্যান্ড ম্যাচে আগে থেকেই ছিল বৃষ্টির শঙ্কা। লড়াই গড়ানোর আগেই গায়ানা ভেসেছে বৃষ্টিতে। রোদ-বৃষ্টির লুকোচুরির লড়াইয়ে খেলা কখন শুরু হবে তা নিশ্চিত নয়।
গায়ানা ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় শুরু হওয়ার সময় মাঠের লড়াই। আটটায় টস গড়ানোর কথা থাকলেও কয়েকদফা বৃষ্টিতে এখনো হয়নি তা।
দ্বিতীয় সেমিফাইনালের জন্য কোনো রিজার্ভ ডেও রাখেনি আইসিসি। পরিবর্তে ম্যাচের জন্য ২৫০ মিনিট অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। অর্থাৎ নির্ধারিত সময়ে খেলা শুরু হলে ৪ ঘণ্টা ১০ মিনিট সময় নষ্টের জন্য কোনো ওভার কমানো হবে না। এর মধ্যে খেলা শুরু করা না গেলে পরিস্থিতি বিবেচনায় ম্যাচের দৈর্ঘ্য কমতে থাকবে। তবে ম্যাচের ফলাফলের জন্য দুই দলকে অন্তত ১০ ওভার করে খেলতে হবে।
তাতে হলে ব্যর্থ হলে ম্যাচ পরিত্যক্ত ঘোষণা করা হবে। খেলা না গড়ালে ফাইনালে যাবে ভারত। টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী ম্যাচ বাতিল হলে সুপার এইট পর্বে পয়েন্ট টেবিলে এগিয়ে থাকা দলটি যাবে ফাইনালে। সুপার এইটে ইংল্যান্ডের চেয়ে (৩ ম্যাচে ৪) পয়েন্ট টেবিলে এগিয়ে ছিল ভারত (৩ ম্যাচে ৬)।
বৃষ্টির কারণে সেমিফাইনালে ইংলিশদের আগেও আছে বেদনায় ডুবে যাওয়ার ইতিহাস। সিডনিতে ২০২০ সালে মেয়েদের টি-টুয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচ মাঠে গড়ায়নি। রিজার্ভ ডে না থাকায় গ্রুপ চ্যাম্পিয়ন হওয়ার সুবিধা পেয়ে ভারতের মেয়েরা ফাইনালের ছাড়পত্র পায়। গ্রুপ রানার্সআপ হওয়ায় ভুক্তভোগী হয় ইংল্যান্ড। এবারও ঘটতে পারে একই!







