এই খবরটি পডকাস্টে শুনুনঃ
নামিবিয়াকে উড়িয়ে টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার এইটে খেলা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া। ৭৩ রানের মামুলি লক্ষ্যের পিছু নেমে ট্র্যাভিস হেড-ডেভিড ওয়ার্নারদের উড়ন্ত সূচনায় ৮৬ বল হাতে রেখে গন্তব্যে পৌঁছে যায় মিচেল মার্শের দল। ক্রিকেটের সংক্ষিপ্ত ফরম্যাটের বিশ্বআসরে যা দ্বিতীয় সর্বাধিক বল হাতে রেখে জয়ের রেকর্ড। এদিন ১৭ ওভারে ৭২ রান তুলে গুটিয়ে যায় নামিবিয়া। জিততে অজিরা খেলেছে কেবল ৩৪ বল, ৫.৪ ওভারে ১ উইকেট হারিয়ে জয়ে নোঙর করেছে।
বাংলাদেশের মাটিতে হওয়া ২০১৪ বিশ্বকাপে নেদারল্যান্ডসকে সর্বনিম্নের রেকর্ড ৩৯ রানে অলআউট করে ৯ উইকেটের সহজ পেয়েছিল শ্রীলঙ্কা। চট্টগ্রামে সেই খেলায় লঙ্কানরা ৯০ বল হাতে রেখে জয় তুলে নিয়েছিল। টি-টুয়েন্টি বিশ্বকাপে সবচেয়ে বেশি বল হাতে রেখে জেতার রেকর্ড যেটি শীর্ষে অক্ষত রয়েছে।
দুর্দান্ত রেকর্ডটির পরের ধারাবাহিকতা এমন, ২০২১ বিশ্বকাপে বাংলাদেশের বিপক্ষে ৮২ বল হাতে রেখে অস্ট্রেলিয়া, স্কটল্যান্ডের বিপক্ষে ৮১ বল বাকি থাকতে ভারত ও ডাচদের সঙ্গে ৭৭ বল অবশিষ্ট রেখে শ্রীলঙ্কা ম্যাচ জিতে নিয়েছিল।
আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে এই রেকর্ডের পরিসংখ্যান অবশ্য চোখ কপালে ওঠার মতোই। ২০২৩ সালে স্পেনের বিপক্ষে ইসলে অব ম্যান ৮.৪ ওভারে মাত্র ১০ রানে অলআউট হয়। ব্যাটিংয়ে নেমে স্পেন মাত্র দুই বলে খেলা শেষ করে দেয়। ইউরোপের দেশটি ১১৮ বল হাতে রেখে ১০ উইকেটের জয় তুলেছিল।








