আইপিএল শেষে অস্ট্রেলিয়ার বিশ্বকাপ দলের সঙ্গে ৬ ক্রিকেটার এখনো যোগ দেননি। তাতে ঘটেছে বিপত্তি। নামিবিয়ার বিপক্ষে প্রস্তুতি ম্যাচে একাদশ সাজানো নিয়ে অজিরা বিপদে পড়ে যায়। নিরুপায় হয়ে তিন কোচিং স্টাফ ও নির্বাচক বদলি হিসেবে মাঠে নামতে বাধ্য হন। সঙ্গে বিশ্বকাপ দলে থাকা নিয়মিত ৯ ক্রিকেটারকে নিয়ে ক্যাঙ্গারুরা ৭ উইকেটের সহজ জয় পায়।
ট্র্যাভিস হেড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, গ্লেন ম্যাক্সওয়েল, ক্যামেরন গ্রিন এবং মার্কাস স্টয়নিস এখনো দলের সঙ্গে যোগ দেননি। ফলে হেড কোচ অ্যান্ড্রু ম্যাকডোনাল্ড, সহকারী ব্র্যাড হজ এবং ফিল্ডিং কোচ আন্দ্রে বোরোভেক, আর নির্বাচক জর্জ বেইলি অস্ট্রেলিয়ার চার বিকল্প খেলোয়াড় বনে যান।
ত্রিনিদাদে টসে জিতে আগে ফিল্ডিং বেছে নেয় অস্ট্রেলিয়া। নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে নামিবিয়া ৯ উইকেটে ১১৯ রানের বেশি তুলতে পারেনি। উইকেটরক্ষক জেন গ্রিন ৩০ বলে করেন ৩৮ রান।
বল হাতে অ্যাডাম জাম্পা ৪ ওভারে ২৫ রানে নেন ৩ উইকেট। জশ হ্যাজেলউড অতি কৃপণ বোলিংয়ে ৪ ওভারের তিনটিতে মেডেন আদায় করে নেন। মাত্র ৫ রান খরচায় নেন ২ উইকেট।
পরে ১০ ওভারে ৩ উইকেট হারিয়ে অজিরা লক্ষ্যে পৌঁছে যায়। চোট নিয়ে ফর্ম ফিরে পেতে সংগ্রাম করতে থাকা ডেভিড ওয়ার্নার ফিফটি হাঁকিয়ে ভালোই ঝালিয়ে নেন। ২১ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৪ রানে অপরাজিত থাকেন।
বিশ্বকাপ শুরুর আগে বৃহস্পতিবার স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচটি খেলবে অস্ট্রেলিয়া।








