
জমে উঠেছে গ্রুপ-১ এর সেমিফাইনালে ওঠার লড়াই। অ্যাডিলেডে আয়ারল্যান্ডকে ৩৫ রানে হারিয়ে সেমির জায়গা পাকাও করে ফেলেছে কেন উইলিয়ামসনের নিউজিল্যান্ড। ৫ ম্যাচে তিন জয়ে তুলেছে ৭ পয়েন্ট। নিজেদের শেষ ম্যাচে ইংল্যান্ড ও অস্ট্রেলিয়াও আছে সমান পয়েন্ট সংগ্রহের লড়াইয়ে।
সেক্ষেত্রে জটিলই হয়ে যাবে এক নম্বর গ্রুপের সেরা দুই খোঁজা। রানরেটে পিছিয়ে থাকা স্বাগতিক অস্ট্রেলিয়ার সুযোগ কম থাকলেও সম্ভাবনা শেষ হয়ে যায়নি। অনেককিছু ঘটতে হবে তাতে।
নিজেদের শেষ ম্যাচে আফগানিস্তানকে হারাতে হবে বড় ব্যবধানে। অন্য খেলায় ইংল্যান্ডকে হারতে হবে লঙ্কানদের সঙ্গে। সেটি না হলেও ম্যাথু ওয়েডের দলের আরেকটি সুযোগ আছে। রশিদ-নবীদের দলকে হারাতে হবে অন্তত ১৮৫ রানে। অজিরা সেটি করতে পারলে সেমির জায়গা থেকে ছিটকে যাবে নিউজিল্যান্ড।
সেই হিসেবেও কিছু ফাঁকফোকর আছে। টেবিলের শীর্ষে থাকা কেন উইলিয়ামসনের দল তখনই বাদ পড়বে, যদি ইংল্যান্ডও একটা বাজিমাত করে দেয় অজিদের পাশাপাশি। সেজন্য ইংলিশদের শেষ ম্যাচে অন্তত ১২৮ রানের জয় তুলতে হবে। অর্থাৎ, কিউইদের হটিয়ে সেরা দুইয়ে উঠতে অস্ট্রেলিয়ার প্রয়োজন ১৮৫ রানের জয়, সেখানে ইংলিশদের জিততে হবে ১২৮ রানে। সমীকরণের হিসেব-নিকেশটি জটিলই বটে!

এই হলে, সেই হবে— সব হিসেব সরিয়ে দিলে আপাতত সেরা চারে জায়গা নিশ্চিত করে ফেলেছেন উইলিয়ামসন-নিশামরা। তালিকায় একটি ম্যাচ হাতে রাখা অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের পয়েন্ট সমান, ৫ করে। আফগানিস্তানের বিপক্ষে অজিরা ১৮৫ রানের জয় তুলতে না পারলে সহজ হয়ে যাবে ইংলিশদের সেমির পথ। শনিবার লঙ্কানদের হারাতে পারলেই গ্রুপ রানার্সআপ হয়ে সেরা চারে উঠে যাবে জশ বাটলারের দল। বাদ যাবে বর্তমান চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া।