চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Nagod

গুরুত্বপূর্ণ পেসার হারাল শ্রীলঙ্কা

ক্যারিয়ারের প্রথম টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে মুখিয়ে ছিলেন দিলশান মাদুশাঙ্কা। শ্রীলঙ্কান বাঁহাতি পেসারের স্বপ্ন আপাতত শেষ। নামিবিয়ার বিপক্ষে ম্যাচের আগে অনুশীলনে ঊরুতে চোট পেয়েছেন। ছিটকে গেছেন বিশ্বকাপ থেকেই।

চোটের যে অবস্থা, বিশ্বকাপ শেষ হওয়ার আগে মাঠে নামতে পারবেন না মাদুশাঙ্কা। এশিয়া কাপে দুর্দান্ত খেলা পেসার সুইংয়ে পারদর্শী, পাওয়ার প্লেতে লঙ্কান দলের অন্যতম ভরসা হয়ে উঠেছিলেন। দুশমন্থ চামিরার পর তিনি একাদশের দ্বিতীয় পেসার হিসেবে জায়গা পোক্ত করেছিলেন। বোলিংয়ে বড় অস্ত্রই হারাল দাসুন শানাকার দল।

Bkash July

মাদুশাঙ্কার বদলি কারো নাম এখনও জানায়নি শ্রীলঙ্কা। বাঁহাতি দ্রুতগতির পেসার বিনুরা ফের্নান্দো রয়েছেন রাডারে। টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম ম্যাচে মাদুশাঙ্কার জায়গায় খেলছেন প্রমোদ মাধুশান।

এশিয়া কাপে লঙ্কান জার্সিতে অভিষেক হয় মাদুশাঙ্কার। গতি বৈচিত্র্য আর সুইংয়ের দক্ষতা দিয়ে একাদশে জায়গা করে নিয়েছিলেন। এপর্যন্ত ৬ টি-টুয়েন্টিতে ৭.৭৫ ইকোনমি রেটে নিয়েছেন ৬ উইকেট।

Labaid
BSH
Bellow Post-Green View