ওয়ানডে বিশ্বকাপকেই ক্রিকেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিযোগিতা বলা হয়। সাদা বলের এই ফরম্যাটের জনপ্রিয়তাও ছিল আকাশচুম্বী। কিন্তু সময়ের পরিবর্তনে টি-টুয়েন্টি বিশ্বকাপের জনপ্রিয়তাও বেড়েছে দ্রুততার সাথে। ২০২৪ সালে সংক্ষিপ্ত সংস্করণের জনপ্রিয়তা ৩৫ শতাংশে। একই সঙ্গে কমেছে টেস্টের জনপ্রিয়তা।
সম্প্রতি ওয়ার্ল্ড ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের (ডব্লিউসিএ) করা এক জরিপে এ তথ্য উঠে এসেছে। পেশাদার ক্রিকেটারদের মধ্যে পরিচালিত জরিপে অংশ নিয়েছেন ১৩টি দেশের মোট ৩৩০ জন ক্রিকেটার।
জরিপে অধিকাংশ ক্রিকেটারের ভোট পড়েছে টি-টুয়েন্টির দিকে। পাঁচ বছর পর করা এই জরিপে ৩৫ শতাংশ ভোট পেয়েছে টি-টুয়েন্টি। সবশেষ ২০১৯ সালে ১৫ শতাংশ ভোট পেয়েছিল সংক্ষিপ্ত সংস্করণটি।
জনপ্রিয়তা কমেছে ওয়ানডে বিশ্বকাপের। ২০১৯ সালে ৮৫ শতাংশ ভোট পাওয়া টুর্নামেন্টটি এবার ভোট পেয়েছে ৫০ শতাংশ। আর ১৫ শতাংশ ভোট পেয়েছে টেস্ট চ্যাম্পিয়নশিপ। ২০১৯ সালে অবশ্য টেস্ট চ্যাম্পিয়নশিপ চালু হয়নি।








