টি-টুয়েন্টি বিশ্বকাপে সুপার টুয়েলভে নিজেদের তৃতীয় ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে টসে জিতে আগে ব্যাট করবে বাংলাদেশ। মেহেদী হাসান মিরাজের পরিবর্তে একাদশে এসেছেন ইয়াসির আলী রাব্বি।
রোববার ব্রিসবেনের গ্যাবায় বাংলাদেশ সময় সকাল ৯টায় খেলা শুরু। সুপার টুয়েলভে প্রথম ম্যাচে হোবার্টে নেদারল্যান্ডসকে ৯ রানে হারিয়ে শুভ যাত্রা করেছিল বাংলাদেশ। পরের ম্যাচে সাউথ আফ্রিকার বিপক্ষে ১০৪ রানের বড় ব্যবধানে হেরেছে।
বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস, সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, ইয়াসির আলী রাব্বি, নুরুল হাসান সোহান (সহ-অধিনায়ক/উইকেটরক্ষক), মোসাদ্দেক হোসেন, মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ।