চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

জয়ের নায়ক তাসকিন যা বললেন

সাদা বলের ক্রিকেটে চেনাছন্দে লম্বা সময় ধরেই আছেন তাসকিন আহমেদ। দারুণ খেলে প্রথম রাউন্ডের বাধা পেরিয়ে সুপার টুয়েলভে আসা নেদারল্যান্ডসের বিপক্ষে ঝলসে উঠে টাইগার পেসার হলেন বাংলাদেশের জয়ের নায়ক। ম্যাচশেষে জানালের সাফল্যের মন্ত্রের কথাও।

বোর্ডে ১৪৪ রানের লড়াকু পুঁজি জমিয়ে শুরুর থেকেই জয়ের আশা বুনতে থাকে বাংলাদেশ। তাসকিন আহমেদের পেস তোপের কল্যাণে। ইনিংসের প্রথম দুই বলেই উইকেট নেন তিনি। নেদারল্যান্ডস টপে জোড়া ধাক্কার পর নিজের শেষ ওভারেও জোড়া উইকেট পান ডানহাতি গতিতারকা।

৪ ওভারে ২৫ রান খরচায় ৪ উইকেট নিয়ে ক্যারিয়ারসেরা বোলিং ফিগারের মালিক হয়েছেন, হয়েছেন ম্যাচসেরা। টাইগারদের জয়ে অগ্রণী ভূমিকা রাখতে পারার কারণ হিসেবে টেস্টের লেন্থে বোলিং করার বিষয়টিই টানলেন তাসকিন।

পুরস্কার নেয়ার সময় বললেন, ‘আমার বেসিক ব্যাপারগুলো ঠিক রেখেছিলাম। প্রথম ইনিংসে বল বেশি মুভ করতে দেখেছিলাম। তাই টেস্ট ম্যাচের লেন্থ বোলিং করেছি। নিজের সেরাটা দেয়ার চেষ্টা করেছি।’

‘দুই দিকেই বল মুভ করাতে পারি। এটাই আমার মূল ফোকাস ছিল। বিশ্বকাপের জন্য এটা নিয়ে কাজ করেছি।’

টি-টুয়েন্টিতে বাজে সময় পার করতে থাকার পর লাল-সবুজের দলের জন্য এই জয়টা কতটা গুরুত্বপূর্ণ? তাসকিনের কথায় ফুটে উঠেছে সেটিও।

‘এটা আমাদের জন্য ভালো জয়। আমাদের খুব দরকার ছিল। আমরা দল হিসেবে আসলেই ভালো খেলেছি। জয়ে অবদান রাখতে পেরে আমি আনন্দিত।’