চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

অজিদের গতি সামলে শ্রীলঙ্কার ১৫৭

শুরুর ধীরগতির ব্যাটিংয়ে শ্রীলঙ্কার জন্য মাঝারি স্কোরে আটকে যাওয়াই ছিল অনুমেয়! কিন্তু শেষ দুই ওভারে চারিথ আসালাঙ্কার আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৬ উইকেটে ১৫৭ রানের লড়াকু পুঁজিই পেয়েছে লঙ্কানরা।

আসালাঙ্কা ২৫ বলে ৩ চার ও ২ ছক্কায় ৩৮ রানে অপরাজিত থাকেন। অপরাজিত আরেকজন চামিকা করুনারত্নে করেছেন ৭ বলে ২ চারে ১৪ রান।

মঙ্গলবার পার্থে গ্রুপ ১-এর খেলায় টসে হেরে ব্যাটিংয়ে নামা শ্রীলঙ্কা দ্বিতীয় ওভারেই কুশল মেন্ডিসকে হারায়। প্যাট কামিন্সের বলে পুল করতে গেলে বল তার ব্যাটের উপরের কানায় লেগে বাতাসে উঠে যায়। মিড উইকেটে মিচেল মার্শ ক্যাচ নেন, ৪ রানে বিদায় নেন লঙ্কান ওপেনার।

পাওয়ার প্লেতে এক উইকেটের বেশি না হারালেও ৩৬ রানের বেশি নিতে পারেনি শ্রীলঙ্কা। ১০ ওভারে স্কোর ছিল ১ উইকেটে ৬৩ রান। দ্বিতীয় উইকেটে পাথুম নিশাঙ্কা ও ধনাঞ্জয়া ডি সিলভা ৬৯ রান যোগ করলেও টি-টুয়েন্টি সুলভ আক্রমণাত্মক ব্যাটিং করতে পারেননি।

করোনা আক্রান্ত হওয়া অ্যাডাম জাম্পার বদলে খেলতে নামা অ্যাশটন অ্যাগার তুলে নেন ধনাঞ্জয়ার উইকেট। ২৫ গজ দৌড়ে এসে দর্শনীয় এক এক ক্যাচ নেন ডেভিড ওয়ার্নার। ২৩ বলে ৩ চারে ২৬ রান করে ফেরেন ধনাঞ্জয়া।

১৩তম ওভারে ৩ রানে চারিথ আসালাঙ্কা বেঁচে যান। গ্লেন ম্যাক্সওয়েলের করা থ্রো উইকেটে লাগলেই রান আউট হতেন।

পরের ওভারেই আসালাঙ্কার সঙ্গে ভুল বোঝাবুঝিতে রান আউট হন ৪৫ বলে ২ চারে ৪০ রান করা নিশাঙ্কা। অ্যাগারের বলে কভারে শট খেলে দৌড় দিয়েছিলেন, নন-স্ট্রাইক প্রান্তে থাকা আসালাঙ্কা সামান্য এগিয়ে গেলেও ফেরত যান। নিশাঙ্কা অনেকটা পথ দৌড়ে যাওয়ার ফাঁকে মিচেল মার্শ বল কুড়িয়ে ম্যাথু ওয়েডের কাছে দেন। ওয়েড যখন স্টাম্প ভাঙেন, নিশাঙ্কা ক্রিজ থেকে ১০ গজ দূরে।

দলীয় রান একশো পেরোনোর পর আউট হন ভূমিকা রাজাপাকসে। ৭ রান করে মিচেল স্টার্কের বলে প্যাট কামিন্সের তালুবন্দি হন। পরে অধিনায়ক দাসুন শানাকা ৩ রান করে ওয়েডের ক্যাচ হন। ১৬ ওভারে ১১ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে শ্রীলঙ্কা।

ভানিডু হাসারাঙ্গা এক রান করে ওয়েডের গ্লাভসে ধরা পড়েন। শেষ দুই ওভারে ৩১ রান তুলে শ্রীলঙ্কা স্কোর খানিকটা বড় করে।

অস্ট্রেলিয়ার পক্ষে কামিন্স, স্টার্ক, অ্যাগার ও ম্যাক্সওয়েল একটি করে উইকেট নেন।