হৃতিকের প্রাক্তন স্ত্রী সুজান খান চুটিয়ে প্রেম করছেন আরসালান গোনির সঙ্গে। শোনা যাচ্ছে নিজেদের সম্পর্কটিকে আরেক ধাপ এগিয়ে নিয়ে যেতে চাইছেন তারা।
শিগগির বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন সুজান-আরসালান। ভারতীয় গণমাধ্যমের সূত্রে এমনটাই জানা গেছে।
জানা গেছে, সাদা-মাটা আয়োজনে বিয়ে করতে চাইছেন তারা। বলিউডের অন্যান্য বিয়ের মতো জমকালো আয়োজনে বিয়ে করার পক্ষে নন এই জুটি।
হৃতিক রোশন প্রেম করছেন সাবা আজাদের সঙ্গে- সেই খবর এখন সবার জানা। জানা গেছে, হৃতিক রোশনও সাবাকে বিয়ের পরিকল্পনা করছেন। তবে শিগগির নয়, আরও কিছুদিন সময় নিবেন তারা।
হৃতিক-সুজান ভালোবেসে বিয়ে করেছিলেন। ১৪ বছর সংসারও করেছেন। তবে হঠাৎই আলাদা হয়ে যান তারা। জানাননি কারণও।
সূত্র: বলিউড লাইফ








