মৃত্যুর আড়াই বছর কেটে গেছে বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের। যেই ফ্ল্যাটে ঝুলন্ত অবস্থায় পাওয়া গিয়েছিল অভিনেতার দেহ। এরপর খালিই পরেছিল ফ্ল্যাটটি। গত আড়াই বছর ধরে ফ্ল্যাটটির ভাড়াটে খুঁজে পাওয়া অনেকটা মুশকিলই হয়ে পড়ে মালিকের জন্য।
তবে এবার শোনা যাচ্ছে, খুব জলদি সেখানে আসতে চলেছে নতুন ভাড়াটে। এক বিদেশি ভারতীয় এই ফ্ল্যাটটি ভাড়ায় নিয়েছেন। যিনি কিনা মাস গেলে ফ্ল্যাট ভাড়া বাবদ দেবেন ৫ লাখ রূপি! আর সিকিউরিটি ডিপোজিট হিসেবে জমা রাখবেন ৩০ লাখ টাকা।
২০১৯ সালের ডিসেম্বরে জগার্স পার্কের মোন্ট ব্ল্যান্স অ্যাপার্টমেন্টে ৬ তলায় ডুপ্লেক্স ভাড়া করেন সুশান্ত। যেখানে তিনি থাকতেন বান্ধবী রিয়া চক্রবর্তীর সাথে। সেই সময় সুশান্ত সেই ফ্ল্যাটের জন্য ভাড়া গুনতেন ৪.৫ লাখ রূপি।
রিয়েল এস্টেট ব্রোকার রফিক মার্চেন্ট ভারতীয় গণমাধ্যমকে জানান, ‘মানুষ আসলে ভয় পাচ্ছে এ ফ্ল্যাটে আসতে। যখনই কোনো ভাড়াটিয়া শোনেন এ ফ্ল্যাটে বলিউড অভিনেতা সুশান্ত রাজপুতকে ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে, তারপর ফ্ল্যাটটি দেখতেও আসতে চায় না কেউ। এখন অবশ্য ধীরে ধীরে লোক ফ্ল্যাট দেখতে আসছে।’

তিনি আরও জানান, এ ফ্ল্যাটের মালিক যিনি একজন এনআরআই তিনি চান না এ ফ্ল্যাট আর কোনো বলিউড তারকাকে ভাড়া দেওয়া হোক। বর্তমানে তারা কর্পোরেট জগৎ থেকে কাউকে খুঁজছেন ভাড়াটিয়া হিসাবে।
সম্প্রতি সুশান্তের ময়নাতদন্তের সময় উপস্থিত এক ব্যক্তি দাবি করেছেন, তিনি সেই সময় শরীর দেখেই বুঝতে পেরেছিলেন এটা আত্মহত্যা নয় খুন। কারণ ছিল নানা আঘাত লাগার দাগ। এই ব্যাপারে উর্দ্ধতনদেরকেও জানিয়েছিলেন, কিন্তু তাদের নির্দেশ ছিল ছবি তুলে তাড়াতাড়ি কাজ শেষ করে বডি পুলিশের হাতে তুলে দেওয়ার।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া