ভারতের ডানহাতি মারকুটে ব্যাটার সূর্যকুমার যাদব গ্রোয়েন চোটের জন্য অস্ত্রোপচার করিয়েছেন। ১৭ জানুয়ারি জার্মানিতে করানো সার্জারির মাধ্যমে ডিসেম্বর-জানুয়ারিতে দুমাসে দুটি সার্জারি করাতে হল ৩৩ বর্ষী তারকাকে। মার্চে আইপিএলের আগে সুস্থ হয়ে ফিরতে পারবেন বলে আশা তার।
দ্বিতীয় অস্ত্রোপচারের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে সূর্যকুমার লিখেছেন, ‘আমার সুস্থতা নিয়ে সকলের উদ্বিগ্নতা এবং শুভেচ্ছার জন্য সকলকে ধন্যবাদ। আপনাদের আনন্দের সাথে জানাতে চাই যে, আমি শিগগিরই সুস্থ হয়ে ফিরছি।’
অ্যাঙ্কেল চোটের অস্ত্রোপচারের আগে বেঙ্গালুরুতে এক সপ্তাহের পুনর্বাসনে ছিলেন সূর্যকুমার। গ্রোয়েন চোট থেকে সুস্থ হওয়ার পর ফেব্রুয়ারির মাঝামাঝি আবারও পুনর্বাসন শুরু করবেন। ডিসেম্বরে ভারতের সাউথ আফ্রিকা সফরের সময় অ্যাঙ্কেল চোটের সার্জারি করিয়েছিলেন।
নিয়মিত অধিনায়ক রোহিত শর্মা এবং হার্দিক পান্ডিয়ার অনুপস্থিতে তিন ম্যাচের টি-টুয়েন্টি সিরিজে সাউথ আফ্রিকার বিপক্ষে অধিনায়কত্ব করেন সূর্যকুমার। দ্বিতীয় ম্যাচে ৩৬ বলে ৫৬ এবং তৃতীয় ম্যাচে ৫৬ বলে সেঞ্চুরি করেছিলেন।








