ভারতের শঙ্কর নেত্রালয়ের প্রতিষ্ঠাতা শল্যচিকিৎসক সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথ মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
মঙ্গলবার ২১ অক্টোবর ভোরবেলা তিনি মারা যান। স্থানীয় সময় সকাল সাড়ে ৯টার সময়ে চেন্নাইয়ের বসন্তনগর শ্মশানে চিকিৎসকের শেষকৃত্য সম্পন্ন হয়।
১৯৪০ সালের ২৪ ফেব্রুয়ারি চেন্নাইয়ে জন্মগ্রহণ সেঙ্গামেদু শ্রীনিবাস বদ্রীনাথ। চেন্নাইতেই পড়াশোনা শেষ করেন তিনি। মাদ্রাজ মেডিক্যাল কলেজ থেকে ডিগ্রি নিয়ে তিনি শেষমেশ নিউ ইয়র্ক ও আমেরিকায় গিয়ে পড়াশোনা শেষ করেন।
১৯৭৪ সালে তিনি শঙ্কর নেত্রালয় প্রতিষ্ঠা করেন। তাঁর স্বপ্ন ছিল স্বল্প টাকায় মানুষকে বিশ্বমানের পরিষেবা দেয়া। মধ্যবিত্তের কাছে ক্রমেই ভরসার জায়গা হয়ে ওঠে এই প্রতিষ্ঠান।
বিজ্ঞাপন