এই খবরটি পডকাস্টে শুনুনঃ
২০২১ সালের শুরুতে ইউরোপের শীর্ষস্থানীয় ১২টি ক্লাব ‘সুপার লিগ’ আয়োজনের ঘোষণা দেয়। যদিও পরে উয়েফা ও সমর্থকদের বিরোধিতায় থেমে যায় টুর্নামেন্টের আয়োজন। উয়েফা হুমকি দেয়, এই প্রতিযোগিতা অংশ নেয়া ক্লাবগুলো নিষিদ্ধ হবে এবং খেলোয়াড়রা খেলতে পারবেন না বিশ্বকাপের মত প্রতিযোগিতায়। পরে ৪৮ ঘণ্টার মধ্যেই নাম সরিয়ে নেয়ার ঘোষণা দেয় ৯টি ক্লাব। তবে সরে আসেনি রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। এবার নাম পাল্টে ৯৬টি দল নিয়ে ‘ইউনিফাই লিগ’ করার প্রস্তাব দিয়েছে তারা।
সুপার লিগের পরিকল্পনা করা প্রতিনিধিরা ফিফা ও উয়েফার কাছে প্রতিযোগিতাটির ‘অফিশিয়াল স্বীকৃতি’র আবেদন জানিয়েছেন। ইউরোপের শীর্ষ আদালতের রায় অনুযায়ী ‘সুপার লিগ’ নাম পাল্টে ‘ইউনিফাই লিগ’ করার কথা জানিয়েছেন তারা।
মাদ্রিদের স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এ২২’ ফিফা ও উয়েফার কাছে এ প্রস্তাব পাঠিয়েছে। তার আগে বিভিন্ন লিগ, ক্লাব ও সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনা করে বার্ষিক ঘরোয়া খেলায় পারফরম্যান্সের ভিত্তিতে এ প্রতিযোগিতায় খেলার যোগ্যতা নির্ধারণের শর্তাবলিও পুনর্বিবেচনা করা হয়েছে। মঙ্গলবার বিবৃতিতে ‘এ২২’ জানিয়েছে বিষয়টি।
প্রতিষ্ঠানটি প্রস্তাব দিয়েছে, ৯৬টি দল চারটি লিগে ভাগ হয়ে লড়বে। সেপ্টেম্বর থেকে এপ্রিল পর্যন্ত চলবে প্রতিযোগাটি। কোয়ার্টার ফাইনাল থেকে থাকবে নকআউট পর্ব। টুর্নামেন্টের ম্যাচগুলো একটি স্ট্রিমিং প্ল্যাটফর্মের মাধ্যমে বিনামূল্যে সম্প্রচার করা হবে।
গত বছর সুপার লিগ প্রসঙ্গে ইউরোপিয়ান কোর্ট অব জাস্টিসের (ইসিজে) রায়ে বলা হয়েছিল, ‘বড় ক্লাবগুলোকে নিয়ে ইউরোপিয়ান ফুটবলে নতুন একটি লিগের যাত্রাকে রুদ্ধ করে ইউরোপিয়ান ইউনিয়নের (ইইউ) আইন ভেঙেছে উয়েফা।
ইসিজের রায়কে সামনে টেনে বিবৃতিতে এ২২ বলেছে, গত বছর ইসিজে’র রায়ের অর্থ হলো, কোনো প্রতিযোগিতা, যেখানে খেলাটা অন্তর্ভুক্তিমূলক ও মেধাতান্ত্রিক এবং যেটা পুরো ম্যাচসূচির তালিকা মেনে চলে, সেটা আনুষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত করা যেতে পারে।’
স্পোর্টস ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান ‘এ২২’ এর প্রধান নির্বাহী কর্মকর্তা বার্নড রাইকার্ট বলেছেন, ‘সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনায় বেশ কিছু চ্যালেঞ্জ উঠে এসেছে। এর মধ্যে রয়েছে সমর্থকদের সাবস্ক্রিপশন খরচ, খেলোয়াড়দের ব্যস্ত সূচি, মেয়েদের ফুটবলে অপর্যাপ্ত অর্থ বিনিয়োগ এবং ইউরোপিয়ান প্রতিযোগিতার ফরম্যাট ও পরিচালনা নিয়ে অসন্তোষ। এসব চ্যালেঞ্জকে সরাসরি মোকাবেলা করার বিষয়টি চিন্তা করেই প্রস্তাবটি করা হয়েছে।’







