জেপি দত্ত পরিচালিত ১৯৯৭ সালের হিট ওয়ার ড্রামা ‘বর্ডার’। এবার আসছে এই ছবির সিকুয়েল ‘বর্ডার টু’। ছবির মুখ্য চরিত্রে এবারও থাকছেন সানি দেওল। বৃহস্পতিবার অভিনেতা নিজেই জানালেন এই খবর।
ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিনেতা এই ঘোষণা দিয়ে একটি ভিডিও শেয়ার করেছেন। এতে ‘বর্ডার’ ছবির ভক্তরা উচ্ছ্বসিত।
পোস্টে সানির ভয়েসওভার শোনা গেছে, ‘২৭ বছর আগে এক ফৌজি কথা দিয়েছিল যে সে ফেরত আসবে। সেই কথা রাখতেই, হিন্দুস্তানের মাটিকে সালাম বলতে, সে ফিরে আসছে।’
ছবিটি প্রযোজনা করবেন ভূষণ কুমার, কৃষাণ কুমার, জেপি দত্ত ও নিধি দত্ত। এবং পরিচালনা করবেন অনুরাগ সিং। এর আগে ‘দিল বোলে হাদিপ্পা!’, ‘জাট অ্যান্ড জুলিয়েট’, ‘পাঞ্জাব ১৯৮৪’, ‘কেশরী’র মতো ছবি পরিচালনা করেছেন অনুরাগ।
সানিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘গদর ২’ ছবিতে। ছবিটি বক্স অফিস কাঁপিয়ে দিয়েছে।
View this post on Instagram
সূত্র: হিন্দুস্তান টাইমস







