মোশাররফ হোসেন: কুয়েতের সালমি স্ক্র্যাপইয়ার্ডে একজন বাংলাদেশি যুবকে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে।
শনিবার (১৭ আগস্ট) কুয়েতের নিরাপত্তা সূত্র জানিয়েছে, অপারেশন রুম আল-সালমি স্ক্র্যাপইয়ার্ডে একটি আত্মহত্যার বিষয়ে প্রতিবেদন এসেছে। খবর পেয়ে নিরাপত্তা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে যেখানে তারা একটি বাংলাদেশি যুবককে গলায় দড়ি বেঁধে ছাদ থেকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
সূত্রটি আরও জানায়, পাবলিক প্রসিকিউশন ও ক্রিমিনাল এভিডেন্স দল লাশ পরীক্ষা করতে ঘটনাস্থলে পৌঁছেছে। পাবলিক প্রসিকিউশন তাদের পরিদর্শন শেষে লাশ ফরেনসিক মেডিসিন বিভাগে পাঠানোর নির্দেশ দেয়।
সালমি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে, এবং তদন্ত বিভাগ ঘটনার তদন্ত চালিয়ে যাচ্ছে। কুয়েতের স্থানীয় গণমাধ্যম আরব টাইমস ঘটনার সত্যতা নিশ্চিত করলে ও বাংলাদেশি যুবকের নাম পরিচয় প্রকাশ করেনি।







