ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র বাড়ানোসহ ৬ দফা দাবিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করেছে প্রতিরোধ পর্ষদ।
রোববার (২৪ আগস্ট) ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান প্রার্থীরা।
প্রার্থীরা জানান, ৪০ হাজার শিক্ষার্থীর জন্য ৮টি ভোটকেন্দ্র কোনোভাবেই যৌক্তিক না। ভোটকেন্দ্র বাড়ানোসহ ৬ দফা দাবিতে নির্বাচন কমিশন বরাবর স্মারকলিপি প্রদান করে প্রতিরোধ পর্ষদ।
ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন, ডাকসু নির্বাচনে স্বাধীনতা বিরোধীদের অংশগ্রহণের সুযোগ করে দিয়ে শুরুতেই পক্ষপাতিত্ব করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এদিকে ছাত্রশিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ বলেন, নির্বাচন কমিশন প্রার্থীদের আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ আমলে নিচ্ছে না । শিবির সমর্থিত ভিপি প্রার্থী বলেন, পরীক্ষার কারণে নির্বাচনী কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। পরীক্ষাগুলো ৯ সেপ্টেম্বরের পরে নেয়ার আহবান জানান তিনি।







