পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল এবং ৭ সেপ্টেম্বর রাঙ্গামাটি শহরে পার্বত্য ভূমি কমিশন চেয়ারম্যানের বৈঠক বাতিলসহ ৭ দফার দাবিতে রাঙামাটিতে টানা ৩২ ঘন্টার হরতাল শুরু করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ।
আজ সকাল ৬টা থেকে শুরু হয়ে আগামীকাল বুধবার দুপুর ২টা পর্যন্ত টানা ৩২ ঘন্টা এই হরতাল চলবে বলে জানায় নাগরিক পরিষদ।
সকাল থেকে রাঙ্গামাটি শহরের ভেদভেদী, কলেজ গেইট, বনরূপা, কাঁঠালতলী, পৌরসভা, পুরাতন বাসস্টেশন, রিজার্ভ বাজার ও তবলছড়ি এলাকায় হরতালের সমর্থনে পিকেটিং করছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের নেতাকর্মীরা।
পিকেটিংয়ের পাশাপাশি পার্বত্য ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন বাতিল ও ৭ দফা বাস্তবায়নের দাবিতে শহরের বিভিন্ন এলাকায় মিছিল ও পথসভা করেছে তারা।

হরতালের কারণে সড়ক ও নৌপথে অভ্যন্তরীণ ও দূরপাল্লার কোনো যানবাহন চলাচল করছে না। বিশৃঙ্খলা এড়াতে শহরের বিভিন্ন স্থানে আইন-শৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
