নিলামে দ্বিতীয় সেটে ইতিহাসের সর্বোচ্চ ২০ কোটি ৫০ লাখ রুপি দামে প্যাট কামিন্সকে দলে টেনেছিল সানরাইজার্স হায়দরাবাদ। ঘণ্টাখানেক বাদে ভেঙে গেছে সেই রেকর্ড। কামিন্সকে ছাড়িয়ে গেছেন স্বদেশি পেসার মিচেল স্টার্ক। গুজরাট টাইটান্সের সঙ্গে লড়াই করে আইপিএল রেকর্ড ২৪ কোটি ৭৫ লাখ রুপিতে স্টার্ককে দলে টেনেছে কলকাতা নাইট রাইডার্স।
তৃতীয় সেটে স্টার্ককে পেতে আগ্রহ দেখিয়েছে বেশ কয়েকটি দল। প্রথমে ডাক হাঁকে দিল্লি ক্যাপিটালস ও মুম্বাই ইন্ডিয়ান্স। দাম ৯ কোটি পার হওয়ার পর যোগ দেয় কলকাতা। তার পরপরই দৃশ্যপটে আসে গুজরাট। দিল্লি ও মুম্বাই নিজেদের সরিয়ে এরপর। কলকাতা যাত্রা ধরে রেখে রেকর্ড মূল্যে নিজেদের করে নেয় স্টার্ককে।
আগে আইপিএলের সর্বোচ্চ মূল্যের রেকর্ড ছিল ১৮ কোটি ৫০ লাখ, গত আসরের নিলামে স্যাম কারেনের। এবার প্রথমে তাকে ছাড়িয়ে যান কামিন্স। ঘণ্টা পর কামিন্সকেও ছাড়িয়ে রেকর্ড গড়লেন অজিম্যান স্টার্ক। গত আসরে আইপিএল খেলা হয়নি অজি পেসারের।
তৃতীয় সেটে দ্বিতীয় সর্বোচ্চ দাম পেয়েছেন ওয়েস্ট ইন্ডিজের আলঝারি জোসেফ। লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের সঙ্গে লড়াই করে তাকে দলে নেয় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। গত আসরে গুজরাটের হয়ে খেলেছিলেন জোসেফ।
৫০ লাখ ভিত্তিমূল্যে থাকা ভারতীয় পেসার শিভাম মাভিকে ৬ কোটি ৪ লাখ রুপিতে টেনেছে লক্ষ্ণৌ। ২ কোট ভিত্তিমূল্যের উমেশ যাদবকে ৫ কোটি ৮০ লাখে কিনেছে গুজরাট টাইটান্স।
শ্রীকর ভরত ও চেতন সাকারিয়াকে ভিত্তিমূল্য ৫০ লাখে কিনেছে কলকাতা। প্রোটিয়া উইকেটকিপার ত্রিস্তান স্টাবসকে ৫০ লাখ ভিত্তিমূল্যেই নিজেদের ডেরায় টেনেছে দিল্লি।
অবিক্রীত ছিলেন দেড় কোটি ভিত্তিমূল্যের ফিল সল্ট, দুই কোটি ভিত্তিমূল্যের জশ ইংলিশ ও লোকি ফার্গুসন। লঙ্কান উইকেটরক্ষক কুশল মেন্ডিসের প্রতিও আগ্রহ দেখায়নি কেউ, ভিত্তিমূল্য ছিল ৫০ লাখ।








