শাহরুখ খানের পাশে থাকা বাচ্চাটি এখন বলিউডের নামি তারকা! ছবি দেখে কি তাকে চেনা যায়? অনেকেই হয়তো চিনে ফেলেছেন! আজ সেই ছোট ছেলেটির জন্মদিন! রাত থেকে শুভেচ্ছার বন্যা বইছে!
ভক্তরা ঠিকই হয়তো চিনেছেন। এতোক্ষণেও যারা চিনেননি, তাদের উদ্দেশে আরেকটি ক্লু- শাহরুখের সর্বশেষ মুক্তি পাওয়া ‘ডানকি’-তে তিনিও ছিলেন!
ভনিতা না করে বলছি, শাহরুখের পাশে বৃত্ত ভরাটের ছোট বাচ্চাটি বলিউডের এই সময়ের তারকা অভিনেতা ভিকি কৌশল। এই সময়ে তিনি বলিউডের প্রথম সারির নায়িকদের একজন।
বৃহস্পতিবার ৩৬ বছরে পা রাখলেন ক্যাটরিনা কাইফের বর! সব শেষ তাকে ‘স্যাম বাহাদুর’-এ দুর্দান্ত অভিনয় করতে দেখা গেছে।
২০০১৫ সালে ‘মাসান’ ছবিতে অভিনয়ের মাধ্যমে বলিউডে প্রবেশ করেন ভিকি কৌশল। তবে ছোট থেকে অভিনেতা হওয়ার কথা সেভাবে ভাবেননি কোনোদিনই। বরং পড়াশোনা করেন ইঞ্জিনিয়ারিংয়ে। কয়েক বছর বিদেশে চাকরিও করেন। তারপর সব ছেড়েছুড়ে চলে আসেন দেশে, নামেন ফিল্ম ইন্ডাস্ট্রিতে। রাজি, উরি: দ্য সার্জিকাল স্ট্রাইক, সর্দার উধম, জরা হটকে জরা বাচকে-র মতো ছবিতে প্রশংসিত হয়েছে ভিকির কাজ।
২০২১ সালে ৯ ডিসেম্বর দীর্ঘদিনের প্রেমিকা ক্যাটরিনা কাইফের সঙ্গে গাঁটছড়া বাঁধেন ভিকি। জানা যায় ভিকি কৌশলের মোট সম্পত্তির পরিমাণ ৪১ কোটি টাকা। প্রতি সিনেমার জন্য তিনি ৫-৭ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন বলেই খবর।








