২৩ জানুয়ারি মঞ্চে আসছে নতুন নাটক ‘পারো’। নাটকটি লিখেছেন মাসুম রেজা, নির্দেশনাও তার। দেশ নাটকের ২৫তম এই প্রযোজনায় মূল চরিত্রে অভিনয় করবেন বন্যা মির্জা। অভিনয়ের পাশাপাশি নাটকের পোশাক পরিকল্পনায়ও আছেন তিনি।
আগামি মঙ্গলবার সন্ধ্যা ৭টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির স্টুডিও থিয়েটার হলে রয়েছে ‘পারো’র উদ্বোধনী মঞ্চায়ন। পরদিন একই স্থানে, একই সময়ে হবে আরেকটি প্রদর্শনী।
প্রযোজনা সংস্থার একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এমনটাই জানানো হয়েছে। একটি মেয়ের গল্প নিয়ে এ নাটকটির টানা মহড়া চলছে। নির্দেশক মাসুম রেজা জানান, কোভিডের সময় নাটকটির অনলাইন মহড়া করা হয়েছিল। খুব অল্প সময়ে হলেও সবার আন্তরিক প্রচেষ্টায় ‘পারো’ মঞ্চে আনা সম্ভব হচ্ছে ।
নাটকটির কারিগরি মঞ্চায়ন হবে ২১ ও ২২ জানুয়ারি। নাটকটির বিষয়বস্তু নিয়ে মাসুম রেজা জানান, এক নারীর সংগ্রামী জীবনের কাহিনি নিয়ে লেখা হয়েছে নাটকটি। যে নারী তার জীবনের প্রতিবন্ধকতাগুলো পেরোতে চায়। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় তার ভেতরের সত্তা। তার মূল দ্বন্দ্বটা নিজের সঙ্গে নিজেরই।
অভিনেত্রী বন্যা মির্জা এখন বছরের বেশির ভাগ সময় থাকেন নিউ ইয়র্কে। দেশে এলে মঞ্চনাটক নিয়েই ব্যস্ত থাকেন। অভিনেত্রী জানিয়েছেন, এখন নিয়ম করে প্রতিদিন এ নাটকের মহড়ায় অংশ নিচ্ছেন। এ মাসের শেষে তিনি নিউ ইয়র্কে ফিরে যাবেন। তার অনুপস্থিতিতে এ চরিত্রে অভিনয় করবেন সুষমা সরকার।







