বাংলাদেশ টি-টোয়েন্টি দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে নিয়োগ পেয়েছেন ভারতের সাবেক অলরাউন্ডার শ্রীধরন শ্রীরাম। ক্ষুদ্রতম সংস্করণে ব্যর্থতার চক্র ভাঙতে কোচিং স্টাফে যুক্ত করা হয়েছে তাকে। রোববার ঢাকায় আসছেন ৪৬ বর্ষী কোচ। আরব আমিরাতে হতে যাওয়া এশিয়া কাপে দলের সাথে থাকবেন ভারতীয় কোচ।
অক্টোবরে অস্ট্রেলিয়ার মাটিতে অনুষ্ঠিতব্য বিশ্বকাপ পর্যন্ত টি-টুয়েন্টি দলের সাথে কাজ করবেন শ্রীরাম। শুক্রবার আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে বিসিবি।
বাংলাদেশ দলের টেকনিক্যাল কনসালট্যান্ট হিসেবে দায়িত্ব পেয়ে বেশ আনন্দিত শ্রীরাম। তিনি বলেন,‘পঁচিশ বছরের খেলোয়াড়ি অভিজ্ঞতা ও নয় বছরের কোচিং অভিজ্ঞতা নিয়ে এখানে এসেছি। বাংলাদেশের খেলোয়াড়দের সাথে কাজ করার জন্য মুখিয়ে আছি।’
“সাদা বলের ক্রিকেটে বাংলাদেশের বিপুল সম্ভাবনা রয়েছে বলে বিশ্বাস করি। দুটি হাই প্রোফাইল ইভেন্টে এমন প্রতিভাবান খেলোয়াড়দের সাথে কাজ করতে পারার সুযোগ পেয়ে ভালো লাগছে।’
আন্তর্জাতিক অঙ্গনে ক্রিকেট খেলারও অভিজ্ঞতা আছে শ্রীরামের।
২০০০ থেকে ২০০৪ সাল পর্যন্ত চার বছর ভারতের হয়ে খেলেছেন শ্রীরাম। তবে জাতীয় দলে খুব একটা সুযোগ পাননি বাঁহাতি অলরাউন্ডার। ভারতের জার্সিতে মোট ৮টি ওয়ানডে খেলেছেন তিনি। তবে তামিলনাড়ুর ক্রিকেটারের ঘরোয়া রেকর্ড খুবই সমৃদ্ধ। রঞ্জি ট্রফিতে এক মৌসুমে রেকর্ড ১০৭৫ রান করেছেন তিনি।
বেশ কয়েক বছর ধরে কোচ হিসেবে কাজ করছেন শ্রীরাম। জাতীয় দল, বয়স ভিত্তিক কিংবা ফ্র্যাঞ্চাইজি সব জায়গাতেই কাজ করার অভিজ্ঞতা আছে তার। অস্ট্রেলিয়া দলে স্পিন কোচ হিসেবে কাজ করেছেন বেশ কিছু দিন। ২০১৫ সালে অস্ট্রেলিয়া ‘এ’ দলের ভারত সফরে কোচিং প্যানেলে ছিলেন তিনি।
২০১৫ সালে অস্ট্রেলিয়া দলের বাংলাদেশ সফরেও ছিলেন তিনি। ২০১৯ সালে অ্যাশেজ সিরিজেও অস্ট্রেলিয়ার কোচিং প্যানেলের অন্যতম সদস্য করা হয়েছিল তাকে। ২০১৯ সালে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর ব্যাটিং ও স্পিন কোচ হিসেবেও কাজ করেছেন শ্রীরাম।







