চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রীর বাসভবনে বিক্ষোভকারীদের আগুন

আবারও বিক্ষোভে উত্তাল শ্রীলঙ্কা। চলমান অর্থনৈতিক সংকটে থাকা শ্রীলঙ্কার জনগণ আবারও ফুঁসে উঠেছে। শ্রীলংকার রাজধানী কলম্বোতে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর বাসভবন এখন হাজার হাজার বিক্ষুব্ধ জনতার দখলে। সবশেষ পাওয়া খবরে জানা যায় বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রী রানিল বিক্রামাসিংহের সরকারি বাসভবনে আগুন ধরিয়ে দিয়েছে।

তারা বলছেন: এই দুইজনের কাছ থেকে পদত্যাগের ঘোষণা না আসা পর্যন্ত তারা নড়বেন না।

শ্রীলঙ্কায় অর্থনৈতিক সংকটের মধ্যে চলা বিক্ষোভের মুখে সরকারি বাসভবন ছেড়ে পালিয়েছেন দেশটির প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে। অনির্দিষ্টকালের কারফিউ ভেঙে গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবিতে বিক্ষোভকারীরা প্রেসিডেন্টের বাসভবনে ঢুকে পড়েন। শহরজুড়ে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে।

রাজধানী কলম্বোতে বিক্ষোভ-সমাবেশে জড়ো হন আন্দোলনকারীরা। প্রেসিডেন্টের বাসভবন ঘিরে এক পর্যায়ে প্যালেসে ঢুকে সুইমিং পুলে উল্লাস করে ক্ষুব্ধ বিক্ষোভকারীরা। প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসের পদত্যাগ দাবি করছেন তারা। সেসময়ই, প্যালেস ছেড়ে পালিয়ে যান গোটাবায়া রাজাপাকসে। তবে তিনি ভালো আছেন বলে জানিয়েছেন শ্রীলঙ্কার শীর্ষ এক প্রতিরক্ষা কর্মকর্তা।

এর আগে বিক্ষোভের ডাক দেন সরকারবিরোধীরা। বিক্ষোভ দমাতে কলম্বো ও কয়েকটি শহরে অনির্দিষ্টকালের কারফিউ জারি করা হয়। জনবিক্ষোভের মুখে কিছু দিন আগে পদত্যাগ করতে বাধ্য হন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

৭০ বছরের মধ্যে অর্থনৈতিক সঙ্কটে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। খাদ্যপণ্যের আকাশচুম্বী দাম, লোডশেডিং, জ্বালানি তেল ও পানি তীব্র সংকটে দেশটির সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাপন দুর্বিষহ হয়ে পড়েছে। আর অর্থনৈতিক সংকটের কারণেই দেশটিতে রাজনৈতিক অস্থিরতা দেখা দিয়েছে।